বিচার চাই
আঁঙ্গে হাঁ হুঁজুর,
আমাকে প্রেমিক বানানোর জন্য
আসলে রূপা নামের এই মেয়েটিই দায়ী।
আপনিই বলুন হুঁজুর বস্তা ভর্তি টাকা ঘুষ দেওয়ার মতো
ও আমার দিকে কেন ওভাবে তাকালো ?
ওর আঠারো বছর বয়স দিয়ে
আমাকে আমার পুরুষ প্রোফাইল কেন দেখাতে গেল ?
আমি তো শুধু ঐ নামটিকে আর ঐ মূর্ত্তিটিকে
নীলকণ্ঠের মতো এ জীবনে ধারণ করেছি-মাত্র।
তারপর থেকেই সেই ভুল করাকে
না পারছি গিলতে আর না পারছি উগরাতে।
আমার সর্বনাশ হয়ে গেছে হুঁজুর।
অতএব আপনি এখন ঐ মেয়েটিকে আদেশ করুন
আমাকে ভালবাসতে।
নাহলে আমি কিন্তু অখাদ্য-কুখাদ্য খাবো।
খারাপ খারাপ জায়গায় যাবো।
আর আমার মৃত্যুর জন্য ওকেই দায়ী করব।
আমাকে প্রেমিক বানানোর জন্য
আসলে রূপা নামের এই মেয়েটিই দায়ী।
আপনিই বলুন হুঁজুর বস্তা ভর্তি টাকা ঘুষ দেওয়ার মতো
ও আমার দিকে কেন ওভাবে তাকালো ?
ওর আঠারো বছর বয়স দিয়ে
আমাকে আমার পুরুষ প্রোফাইল কেন দেখাতে গেল ?
আমি তো শুধু ঐ নামটিকে আর ঐ মূর্ত্তিটিকে
নীলকণ্ঠের মতো এ জীবনে ধারণ করেছি-মাত্র।
তারপর থেকেই সেই ভুল করাকে
না পারছি গিলতে আর না পারছি উগরাতে।
আমার সর্বনাশ হয়ে গেছে হুঁজুর।
অতএব আপনি এখন ঐ মেয়েটিকে আদেশ করুন
আমাকে ভালবাসতে।
নাহলে আমি কিন্তু অখাদ্য-কুখাদ্য খাবো।
খারাপ খারাপ জায়গায় যাবো।
আর আমার মৃত্যুর জন্য ওকেই দায়ী করব।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জহির রহমান ৩০/১০/২০১৩
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ৩০/১০/২০১৩ভালো ই তো লাগলো।
-
Înšigniã Āvî ৩০/১০/২০১৩অসাধারন
-
রাখাল ৩০/১০/২০১৩"পুরুষের বিপদ নারী, জুয়া ও মাদক"
এই কাজ সেরেছেন
প্রথমটা ধরেছেন ।
বাকী দুটো করেন পরশ
বুঝুন জীবনটা কতই সরস ।
--------------------------
ভাল হয়েছে ।
ভালো লেগেছে কবিতাটি। শুভেচ্ছা নিন...