রূপান্তর
নিজেকে ছেড়ে
রূপা নামটা যখন আমার পদবীর সাথে জুড়ে যায় ;
মন তখন আপনা থেকেই ভালো হয়ে যায়।
রূপার চোখের অদ্ভুদ-কঠীন জিজ্ঞাসা চিহ্ন
আমার সাথে আবার খুনসুটি করে ;
আমার সাতাশ বছরের বিষাদের মেঘ কেটে যায়।
আর পরবর্তী জীবনের জন্য আনকোরা খুশির ভেদবুমি উগরে দেয়।
আমি তার আধবোঝা চোখের পাতায় ঠোঁট রেখে
মিনতি জানাই
সে তার দপ করে জ্বলে ওঠা শরীরে আমাকে ভাসিয়ে
বহুদূরে নিয়ে যায়।
হঠাত ভুলতে বসা চিঠির উত্তরের মতো
সে আমাকে ভরিয়ে তোলে শ্বাশত মগ্নতায়।
আমাকে উপহাস করা পৃথিবী
এক লহমার
সিংহাসন রচে দেয়।
রূপা নামটা যখন আমার পদবীর সাথে জুড়ে যায় ;
মন তখন আপনা থেকেই ভালো হয়ে যায়।
রূপার চোখের অদ্ভুদ-কঠীন জিজ্ঞাসা চিহ্ন
আমার সাথে আবার খুনসুটি করে ;
আমার সাতাশ বছরের বিষাদের মেঘ কেটে যায়।
আর পরবর্তী জীবনের জন্য আনকোরা খুশির ভেদবুমি উগরে দেয়।
আমি তার আধবোঝা চোখের পাতায় ঠোঁট রেখে
মিনতি জানাই
সে তার দপ করে জ্বলে ওঠা শরীরে আমাকে ভাসিয়ে
বহুদূরে নিয়ে যায়।
হঠাত ভুলতে বসা চিঠির উত্তরের মতো
সে আমাকে ভরিয়ে তোলে শ্বাশত মগ্নতায়।
আমাকে উপহাস করা পৃথিবী
এক লহমার
সিংহাসন রচে দেয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৭/১০/২০১৩ভালোো লাগলো খুব।