ভিক্ষারী ও ভিক্ষাপাত্র
রূপা,
জানি আমার কথা তোমাকে কেউ বলে নি ;
এমনকি আমিও না।
পুরোহিত যেমন ফুল-বেলপাতা-মন্ত্রে, শূন্য বুকে
দেবীকে পাওয়ার আশায় হাহাকার করে ওঠে
আমিও এতকাল শুধু তেমনটিই করে গেছি।
তবে সেখানে কিন্তু তোমার তৃতীয় নেত্রকে বাদ দিয়েছি।
তার বদলে স্থাপন করেছি
তোমার গাল, গলা, চোখ, মুখ, চুল, নাভী, কোমর, বুক
স্তন, ঊরু, যোনী...
ঠিক যেমন ভিক্ষারীর কাছে ভিক্ষা চাইবার জন্য
সোনার নয় ; বরং অন্য কোনো ধাতব পাত্রের দরকার।
আর তার মধ্যে আমি সাজিয়ে রেখেছি
কোনো এক যাত্রীর ছুঁড়ে দিয়ে যাওয়া
একটা আস্ত নোটকে।
তারপর থেকেই থালাটি নিয়ে নাড়াচাড়া করে
আওয়াজ করে চলেছি :
বাবু দুটো পয়সা দিন।
রূপা দুদণ্ডের ভালোবাসা দাও।
জানি আমার কথা তোমাকে কেউ বলে নি ;
এমনকি আমিও না।
পুরোহিত যেমন ফুল-বেলপাতা-মন্ত্রে, শূন্য বুকে
দেবীকে পাওয়ার আশায় হাহাকার করে ওঠে
আমিও এতকাল শুধু তেমনটিই করে গেছি।
তবে সেখানে কিন্তু তোমার তৃতীয় নেত্রকে বাদ দিয়েছি।
তার বদলে স্থাপন করেছি
তোমার গাল, গলা, চোখ, মুখ, চুল, নাভী, কোমর, বুক
স্তন, ঊরু, যোনী...
ঠিক যেমন ভিক্ষারীর কাছে ভিক্ষা চাইবার জন্য
সোনার নয় ; বরং অন্য কোনো ধাতব পাত্রের দরকার।
আর তার মধ্যে আমি সাজিয়ে রেখেছি
কোনো এক যাত্রীর ছুঁড়ে দিয়ে যাওয়া
একটা আস্ত নোটকে।
তারপর থেকেই থালাটি নিয়ে নাড়াচাড়া করে
আওয়াজ করে চলেছি :
বাবু দুটো পয়সা দিন।
রূপা দুদণ্ডের ভালোবাসা দাও।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপঙ্কর বেরা ২৫/১০/২০১৩Bhalo
-
আরজু নাসরিন পনি ২৫/১০/২০১৩রূপক কবিতা পড়তে ভাল লাগছিল ।
ভালোবাসা চাইতে হয় ভিক্ষার মতো...না না প্লিজ, ওভাবে চাওয়ার কী দরকার বলুন ?
আরেকটু সম্মানজনক কোন উপায়ে কি চাওয়া যায় না...বড্ড অস্বস্তি তাতে...নিজেকে কেমন যেন মিইয়ে যাওয়া ফুলটি মনে হয়...
শুভেচ্ছা রইল কবি ।। -
জহির রহমান ২৪/১০/২০১৩"...সোনার নয়; বরং অন্য কোন ধাতব পাত্রের দারকার।
আর তার মধ্যে আমি সাজিয়ে রেখেছি
কোনো এক যাত্রীর ছুঁড়ে দিয়ে যাওয়া
একটা আস্ত নোটকে..."
- ভালো লাগা জানিয়ে গেলাম -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৪/১০/২০১৩দারুণ হয়েছে।একেবারে অন্যরকম।