সাক্ষী
আট বছরের সেই মেয়েটিকে এবার
কাঠগোড়ায় তুলে সাক্ষ নেওয়া হবে।
প্রথম প্রশ্ন :
তারা সংখ্যায় কতজন ছিল ?
সে গুনতে শুরু করল—
একজন, দু’জন, তিনজন, চারজন...
না এরপর সে আর গুনে উঠতে পারল না।
দ্বিতীয় প্রশ্ন :
ওরা তার সাথে কি কি করেছিল ?
যন্ত্রণাতে কুকড়ে গিয়ে উত্তর দিল—
একজন প্রথমে তার গাল টিপে দিল
একজন ফ্রক ছিঁড়ে দিল
আর অন্যজন তাকে খুব কষ্ট দিল...
না এরপর তার আর কিছুই মনে নেই।
কারো কোনো অপরাধই প্রমাণ হল না।
আইন কোনো শাস্তি দিতে পারলনা তো কি হয়েছে
তাই বলে কি আমরা চুপ থাকব ?
কিন্তু এসব যারা প্রশ্ন করছে
আর যাদেরকে নিয়ে এসব প্রশ্ন করা হচ্ছে
সেইসব মানুষের বাচ্চাগুলোকে নিয়ে কি করা যায় বলুন তো ?
কাঠগোড়ায় তুলে সাক্ষ নেওয়া হবে।
প্রথম প্রশ্ন :
তারা সংখ্যায় কতজন ছিল ?
সে গুনতে শুরু করল—
একজন, দু’জন, তিনজন, চারজন...
না এরপর সে আর গুনে উঠতে পারল না।
দ্বিতীয় প্রশ্ন :
ওরা তার সাথে কি কি করেছিল ?
যন্ত্রণাতে কুকড়ে গিয়ে উত্তর দিল—
একজন প্রথমে তার গাল টিপে দিল
একজন ফ্রক ছিঁড়ে দিল
আর অন্যজন তাকে খুব কষ্ট দিল...
না এরপর তার আর কিছুই মনে নেই।
কারো কোনো অপরাধই প্রমাণ হল না।
আইন কোনো শাস্তি দিতে পারলনা তো কি হয়েছে
তাই বলে কি আমরা চুপ থাকব ?
কিন্তু এসব যারা প্রশ্ন করছে
আর যাদেরকে নিয়ে এসব প্রশ্ন করা হচ্ছে
সেইসব মানুষের বাচ্চাগুলোকে নিয়ে কি করা যায় বলুন তো ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরজু নাসরিন পনি ২৩/১০/২০১৩
-
আরিয়ান খান ২৩/১০/২০১৩দাদা, গতকালও আপনি এই লেখাটি পোস্ট করেছিলেন কিন্তু শিরোনামটা ভিন্ন ছিলো।
-
আরিয়ান খান ২৩/১০/২০১৩আইন নিজের হাতে তুলে নিতে চান নাকি? তারচেয়ে ভাল এসব ঘটনা যাতে না ঘটে সে ব্যপারে প্রত্যেকের সচেতন থাকা। প্রতিকারের চেয়ে প্রতিরোধ অনেক ভাল।
নিচে বলে দিলে সুবিধে হতো ।
ধন্যবাদ ।।