www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সত্যি বলছি আজ আমি রাজদ্রোহী হতে চাই

হায় !
আট বছরের সেই মেয়েটির কথা
আমি এখন আপনাদেরকে কিভাবে বলি ?

কীভাবে সে বলবে :
তারা সংখ্যায় কতজন ছিল ?
তার সাথে কি কি করা হয়েছিল ?

তবুও সে বলতে চেষ্টা করল।
কতজন ?
একজন, দুজন, তিনজন, চারজন...
না এরপর সে আর গুনে উঠতে পারল না।
ওরা তার সাথে কি কি করেছিল ?
একজন প্রথমে তার গাল টিপে দিল
একজন ফ্রক ছিঁড়ে দিল
আর অন্যজন তাকে খুব কষ্ট দিল...
না এরপর তার আর কিছুই মনে নেই।

এরপরও আমরা শুনতে চাইছি...
এরপরও আইন প্রমাণ চাইছে...

ক্ষমা করবেন হুঁজুর
আজ আর আমরা আপনার রায় শোনার জন্য অপেক্ষা করবনা
ঐ শয়তান কটাকে আমরা এবার
প্রত্যেকেই প্রত্যেকের মতো করে শাস্তি দেবো।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আরজু নাসরিন পনি ২২/১০/২০১৩
    উফফ...গায়ে কাঁটা দিল...

    অসাধারণ ধারালো লেখনি ।
    শুভেচ্ছা রইল কবির জন্যে ।।
  • আরিয়ান খান ২২/১০/২০১৩
    বাহ! আইনকে হাতে তুলে নেবার জন্য প্রস্তুত হয়ে আছেন নাকি? কাকে শাস্তি দিবেন? অপরাধী ব্যক্তিটি যদি অনেক ক্ষমতাবান হয় তাহলে কি তাকে শাস্তি দিতে পারবেন? ঠিক আছে ধরে নিলাম পারবেন, কিন্তু তারপর...? আপনাকে সেখানেই যেতে হবে যেখানে তার যাবার কথা ছিল। তারচেয়ে আসুন আমরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকি যাতে এমন ঘটনা আর না ঘটে।
  • আসলেই আমাদের সমাজ দেশ, দেশের আইন সবই খুবই দূর্বল এই সব নর পশুদের জন্য।আজ ঐ শিশুটির সাথে যা হয়েছে কাল আমার বোনের সাথে হবে।পরশু আমার মেয়ের সাথে।এভাবেই আমাদের কারো না কারো ক্ষতি তারা করতেই থাকবে।তাই সময় এসেছে আমাদের নিজেদেরকে ই রুখে দাড়াবার।কিন্তু আমি আপনি রুখে দাড়ালেই তা হবে দেশদ্রোহী।তাই আমরা আজ দেশদ্রোহী হতে চাই।সত্যিই চমৎকার হয়েছে কবিতা।
 
Quantcast