www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সাময়িক সমস্যার জন্য এখানে কবিতাটির নাম ব্যবহার করতে পারছি না।

আমার নেত্রী, পশ্চিম-বঙ্গের মন্ত্রী
সুব্রত সামন্ত

(*** কবিতাটি পাঠের আগে, এই শব্দগুলোর মানে জেনে নিন। পশ্চিম-বঙ্গ= পিছিয়ে পড়া বাংলা, মন্ত্রী= মন্ত্র/কথা দিয়ে বশ করে রাখেন যিনি।)

ভোটের সংখ্যা বাড়ানো ছাড়াও
জীবনের আরো কিছু মানে আছে ;
তা তুমি বোধহয় জানো না।
সন্তান কীভাবে পৃথিবীতে আসে, বড় হয়ে ওঠে
তাও তোমার অজানা...
অথচ আমরা কিনা বিশ্বাস করে সেই তোমাকেই
                     সঁপে দিয়েছি
আমাদের সন্তান পালনের মস্ত দায়ভার।
আর তুমি সাগরেদ মা সেজে
আদর, ভালোবাসা ছেড়ে তাকে সাবধান করছ !
ছেলে মানুষ হবে তো ?
প্রতারিতা প্রেমিকার মতো—
                    নাটকীয়ভাবে
তুমি যাদের আশা-ভরসাকে নিয়ে খেলছ
তাদের কথা কি একবারও ভেবে দেখেছো ?

এমন রাজনীতি কর না—
যাতে কেউ তোমাকে আঙুল দেখিয়ে বলতে পারে
তোমার রাজনীতি শুধুই আপদকালীন বন্ধুত্ব।

তাই বলছি তুমি যদি আমার সেই নেত্রী হও ;
তাহলে অবশ্যই কিন্তু আমার কাছে এসে
সবার প্রথমে রাজনীতির সুস্থ বর্ণপরিচয়টা শিখে যেও।
পাঁচ বছর আগে দেওয়ালে দেওয়ালে লেখা যে নামটা
                     মুছে যেতে বসেছে
দেখো বিনা কালিতেই আমি তাকে কেমন করে
আবার অমর করে তুলি।
সোনামণি এটা তোকে তোর বাবার প্রতিশ্রুতি রইল।


*** আমার এই রচনার সমস্ত দায়ভার শুধু আমার। এর জন্য কোনো সংস্থা বা সংস্থার সদস্য কোনোভাবে দায়ী নয় — সুব্রত।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast