www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি যদি আমাকে ভুলে যাও

তুমি যদি আমাকে ভুলে যাও
আমি তবে নিজেকে শেষ করে দেবো।
এই গাঢ় অভিমানে বেড়ে যায়
আমার আরো একদিনের বয়স।

তোমার ঠোঁটকে যদি কোনোদিন
না ছুঁতে পারে আমার ঠোঁট ;
তোমার বুকের চড়াই-উতরাই যদি না
খালি পায়ে হাঁটে আমার আকাঙ্ক্ষারা ;
সে বাঁচা বাঁচাই নয়।
এই দুঃখ নিয়েই আমি বেঁচে থাকব আজীবন।
তুমি যদি আমাকে ভুলে যাও
আমি তবে নিজেকে শেষ করে দেবো।

আমার বিষন্ন অশান্তিতে যদি না খসে পরে
তোমার অবুঝ আদর।
তাহলে জীবন দাঁড়ায় স্বপ্নভাঙা শোক।
নাহলে মিথ্যে মানবভ্রমণ।
আমার শরীরে খারাপে যদি না তোমার শরীর আমার
শিহরে বসে রাত কাটায়...
কি থাকে অবশিষ্ট ?
অতএব, তুমি যদি আমাকে ভুলে যাও
আমি তবে নিজেকে শেষ করে দেবো।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আহমাদ সাজিদ ২০/১০/২০১৩
    খুব চমত্কার
  • আরজু নাসরিন পনি ২০/১০/২০১৩
    ভালোবাসা কি শেষ হতে দেয় ?
    ধ্বংস নয়...ভালোবেসে রচিত হোক নতুন ভোর... 'তুমি' কে ভালোবাসতে পারাটাই কি অনেক কিছু নয় ?
  • চমৎকার আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটেছে কবিতা য়।কবি তার সাবলীল উপস্থাপনে কবিতা টি একটি অনন্য পর্যায়ে পৌছেছে।খুবই ভালো লাগলো।একজন প্রেমিকের একান্ত কিছু পাওয়ার বাসনা ফুটে উঠেছে কবিতা য়।ধন্যবাদ কবিতা র জন্য।কবি কে শুভেচ্ছা এবং শুভকামনা।
 
Quantcast