www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কালান্তর

কোনো অপরাধ না করেও
আমরা অপরাধী ।
সমাজ য্তটা না দেয়
তার চেয়ে ঢের বেশি শাস্তি
আমরা নিজেরা নিজেদেরকে দিয়ে থাকি ।
জন-বিস্ফোরনের মধ্যে থেকেও আমরা কি ভীষণই-না একা !
নিত্য নতুন নতুন মজা-কৌতুকের মধ্যে থেকেও আমরা দুঃখী !
বেঁচে থাকবার সকল রকমের সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও
সেসব থেকে আমরা বিচ্যুত-নির্বাসিত !
আমরা কে ?

কে আবার ,
বেকার-মধ্যবৃত্ত যুবক-সমাজ ।

এরই মধ্যে কখনো-সখনো হয় আবশ্য নন-ভেজের সাধ :
রাস্তা-ঘাটে , বাসে-ট্রামে হয়ে যায় তোমাদের সাথে আচমকা দেখা ।
আমাদের মনে গরম ছিটানো তোমাদের বিচরণ ।
মেয়েরা যেমন হয়ে থাকে : তোমরাও সেই-রকমই সাধারণ
অথচ আমাদের কাছে "সেই তোমরাই" কেউ ঊবর্শি , কেউ মেনকা ...
প্রত্যেকেই অস্বাধারণ ।
"তোমাদের শরীরের বাইরের মোড়ক থেকে নাক ঝাড়া"
আমাদের কাছে : "স-ব-ই-শি-ল্প" ।
তোমাদেরকে যত দেখ : ততই শুধু ভাবি আর অবাক হয়ে যাই ।
আমাদের জীবনেও ঘটে রূপান্তর
কাল থেকে কালান্তরে যা হয়ে আসছে ...

আত্মহত্যা করবার তীব্র বাসনা ছেড়ে দিয়ে
আমরা আবারও আমাদেরকে
স্বাভাবিক জীবনস্রোতে ফিরিয়ে নিয়ে আসবার সবরকমের চেষ্টা করি ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুণ
  • সত্যিই চমৎকার একটি কবিতা।অসাধারণ একটি ভাবনা র খুবই সাধারণ ভাষায় এর সুনিপুণ বর্ননা।যা কবিতা টিকে নিয়ে গেছে এক অনন্য পর্যায়ে।কবিতা য় আপনি যে বাস্তবতা তুলে এনেছেন তা একমাত্র যাদের নিয়ে লেখা তারাই বুঝতে সক্ষম হবে।সত্যিই যে মধ্যবিত্ত সমাজে বেচেঁ থাকা কত কষ্টের তাও আবার বেকার হয়ে! তাদের সকল আশা আকাংখা মনোবাসনা ভুলুন্ঠিত হয় এই সমাজে।ধন্যবাদ আপনার চমৎকার কবিতা র জন্য।শুভেচ্ছা এবং শুভকামনা আপনার জন্য।
 
Quantcast