এমনটাই হয়
আমার উৎসুক হাতের মুঠোয় ;
তোমার উত্তাল-নগ্ন বুকের
তীব্র-আঁটসাঁট ভাঁজ ।
কোনো দুর্যোগেভরা , অন্ধকার রাতে
হাতড়ে হাতড়ে... পথ খুঁজে ;
আমার বাড়ি ফেরা ।
তোমার উত্তাল-নগ্ন বুকের
তীব্র-আঁটসাঁট ভাঁজ ।
কোনো দুর্যোগেভরা , অন্ধকার রাতে
হাতড়ে হাতড়ে... পথ খুঁজে ;
আমার বাড়ি ফেরা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৩/১০/২০১৩চমৎকার একট. বিষয়. কবিতা য় তুলে এনেছেন।যদিও দৃষ্টি কুটু তবুও বাস্তব।হয়তো অনেক ই মন্দ বলবে তবে তাতে কবির কি আসে যাবে।কবি তো তাই তুলে ধরবে যা সে বাস্তবে অনুধাবন করবে।কি বলেন কবি? ধন্যবাদ কবিতার জন্য।শুভকামনা রইল।