উচ্ছেদ
রোজ রোজ যাকে তুমি ধমক দিয়ে
চুপ করিয়ে রাখো।
এড়িয়ে যাওয়ার সাথে সাথে
অস্বীকারও কর।
তুমি যাকে নিপাত করতে গিয়ে
নিজে নির্যাতিত হও।
নিষেধাজ্ঞা জারি করেও
তুমি যাকে নিষির্দ্ধ করতে পারো না।
আর এতসব কিছুর বিরুধে দাঁড়িয়েও
দিন দিন যে শুধু শক্তিশালী হয় :
সেটা হল ‘আমার ভালোবাসা’।
চুপ করিয়ে রাখো।
এড়িয়ে যাওয়ার সাথে সাথে
অস্বীকারও কর।
তুমি যাকে নিপাত করতে গিয়ে
নিজে নির্যাতিত হও।
নিষেধাজ্ঞা জারি করেও
তুমি যাকে নিষির্দ্ধ করতে পারো না।
আর এতসব কিছুর বিরুধে দাঁড়িয়েও
দিন দিন যে শুধু শক্তিশালী হয় :
সেটা হল ‘আমার ভালোবাসা’।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আহমাদ সাজিদ ১২/১০/২০১৩ভাল লাগল
-
সুবীর কাস্মীর পেরেরা ১২/১০/২০১৩বেশ লেগেছে
-
নির্জন ১২/১০/২০১৩ভালোবাসা সে তো এক অতুলনীয় শক্তি।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১২/১০/২০১৩অসম্ভব সুন্দর এবং কাব্যিক আপনার ভালবাসার প্রকাশ।খুব অল্প পরিসরে আপনি যে কঠিন শক্তিশালী ভালবাসার ব্যখ্যা দিয়েছেন তা সত্যিই প্রসংশনীয়।খুব ভালো লাগলো।ধন্যবাদ কবি।