প্রতিঘাত
হে ঈশ্বর/আল্লা :
তুমি আমাকে এইখানে মানুষ করে পাঠিয়েছ বলে
তোমার বিরুদ্ধে আমার অনেক ক্ষোভ আছে ;
দুঃখ আছে।
তুমি আমাকে তোমার কাছে রাখো নি বলে
তোমার কাছে আমার অনেক অভিযোগ আছে ;
অভাব আছে।
দেখো , আমিও তোমাকে কিন্তু ছাড়বনা
তাই যতদিন বাঁচব ;
মানুষের কাছে থাকব।
মানুষের পাশে থাকব।
মানুষের সাথে থাকব।
তুমি আমাকে এইখানে মানুষ করে পাঠিয়েছ বলে
তোমার বিরুদ্ধে আমার অনেক ক্ষোভ আছে ;
দুঃখ আছে।
তুমি আমাকে তোমার কাছে রাখো নি বলে
তোমার কাছে আমার অনেক অভিযোগ আছে ;
অভাব আছে।
দেখো , আমিও তোমাকে কিন্তু ছাড়বনা
তাই যতদিন বাঁচব ;
মানুষের কাছে থাকব।
মানুষের পাশে থাকব।
মানুষের সাথে থাকব।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ১০/১০/২০১৩খুব ভালো। যত ক্ষোভ, যত অভিযোগ সব শুধু তাঁকেই করা যায়। তিনি যে সর্বংসহা। তাছাড়া জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সে দিক থেকে স্রষ্টার কাছেই থাকা হল।
-
মীর শওকত ১০/১০/২০১৩খুব সুন্দর । অনেক ভাল লাগল ।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১০/১০/২০১৩আপনার ভাবনা চমৎকার। তবে উপস্থাপনে আরোও সংযত হওয়া দরকার ছিলো। এটা আমার ব্যক্তিগত মতামত। ধন্যবাদ কবিতার জন্য।