যেভাবে প্রেমিকের জন্ম হয়
নাগো, কোনো সুখ নয়
বহুবার দুঃখ এই বুক ভেদ করে চলে গেছে ;
আর রক্তপাত রেখে গেছে।
মাঝে যেটুকু দূরত্ব রেখে দিলে
বিরহগাথা লেখা হয় ;
তুমি কবেই তা ছাপিয়ে
কানায় কানায় ভরিয়ে দিয়েছো আমাকে।
তবু কেমন দ্যাখো, আমি আজো তোমাকে
পাগলের মতো ভালোবাসি।
আমি যেখানে ছিলাম
এতগুলো বছর ক্রমাগত সেখানেই পড়ে আছি।
তোমাকে কতটা ভালোবাসি
কীভাবে দেখাবো ?
এর যে কোনো একক নেই !
তোমাকে কতটা ভালোবাসি
কীভাবে জানাবো ?
এর ভাষা যে কোনো অ্যাকাডেমিতে নেই !
অথচ ঈশান কোণের তারাটাও জেনে গেছে
কার জন্য আমার এই তুমুল রাতজাগা বরবাদি ?
কিন্তু সেসব কথা তুমি তো পড়তে জানো না
পড়তে জানলে, দেখতে পেতে-
আমার ভালোবাসা কবেই আকাশ ফুঁড়ে গেছে।
আর তাছাড়া, এভাবেই তো
ভালো থাকবার একমাত্র পথ বেছে নিয়ে
এতটা পথ কেঁদে কেঁদে
এতগুলো রাত জেগে জেগে
মরার আগে বারবার অন্যান্য মৃত্যু সাথে নিয়ে
যুগে যুগে প্রেমিকের জন্ম হয়।
সুব্রত সামন্ত
২৬.০১.২০১৫
খানাকুল, ভারত / মানামা, বাহ্রাইন
রচনাটি “আজ কবিতারা কথা বলবে সিরিজ-২”
/ ছিঁড়ে ফেলা ডাইরির পাতা থেকে নেওয়া হল/।
বহুবার দুঃখ এই বুক ভেদ করে চলে গেছে ;
আর রক্তপাত রেখে গেছে।
মাঝে যেটুকু দূরত্ব রেখে দিলে
বিরহগাথা লেখা হয় ;
তুমি কবেই তা ছাপিয়ে
কানায় কানায় ভরিয়ে দিয়েছো আমাকে।
তবু কেমন দ্যাখো, আমি আজো তোমাকে
পাগলের মতো ভালোবাসি।
আমি যেখানে ছিলাম
এতগুলো বছর ক্রমাগত সেখানেই পড়ে আছি।
তোমাকে কতটা ভালোবাসি
কীভাবে দেখাবো ?
এর যে কোনো একক নেই !
তোমাকে কতটা ভালোবাসি
কীভাবে জানাবো ?
এর ভাষা যে কোনো অ্যাকাডেমিতে নেই !
অথচ ঈশান কোণের তারাটাও জেনে গেছে
কার জন্য আমার এই তুমুল রাতজাগা বরবাদি ?
কিন্তু সেসব কথা তুমি তো পড়তে জানো না
পড়তে জানলে, দেখতে পেতে-
আমার ভালোবাসা কবেই আকাশ ফুঁড়ে গেছে।
আর তাছাড়া, এভাবেই তো
ভালো থাকবার একমাত্র পথ বেছে নিয়ে
এতটা পথ কেঁদে কেঁদে
এতগুলো রাত জেগে জেগে
মরার আগে বারবার অন্যান্য মৃত্যু সাথে নিয়ে
যুগে যুগে প্রেমিকের জন্ম হয়।
সুব্রত সামন্ত
২৬.০১.২০১৫
খানাকুল, ভারত / মানামা, বাহ্রাইন
রচনাটি “আজ কবিতারা কথা বলবে সিরিজ-২”
/ ছিঁড়ে ফেলা ডাইরির পাতা থেকে নেওয়া হল/।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রক্তিম ২৭/০২/২০১৫শ্টাইল টা খুব সুন্দর।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৭/০১/২০১৫আপনি ভারতের। ভালো লাগলো।
-
মোঃ আবদুল করিম ২৭/০১/২০১৫খুবই ভাল হয়েছে,ভাল লাগলো
-
আবিদ আল আহসান ২৭/০১/২০১৫awesome
-
সবুজ আহমেদ কক্স ২৭/০১/২০১৫দারুণ............ কবি সুব্রত সামন্ত বুবাই
-
স্বপন রোজারিও(১) ২৬/০১/২০১৫চমৎকার। প্রকৃত ভালবাসা।
-
অ ২৬/০১/২০১৫বেশ ভাল হয়েছে কবি ।
শুভেচ্ছা রইল । -
হাসান কামরুল ২৬/০১/২০১৫ভালো লেগেছে আমার।
-
সুশান্ত মান্না ২৬/০১/২০১৫ভালো