দয়ালবাবুর খোঁজে
অফুরান স্বার্থের বন্যা
আর অবিরাম বিচ্ছিন্নতার অতি-প্রবল বৃষ্টিতে
ভেসে গেছে আমাদের এই বিপন্ন হৃদয়পুর।
ক্ষয়ক্ষতি আছড়ে পড়ছে
পার্শ্ববর্তী আচ্ছন্ন পড়শি অঞ্চলগুলোতেও।
হারাতে হয়েছে বিবেক, আনন্দ, শান্তি, খুশি আর লাবণ্যের মতো
কচি কচি নরম প্রাণ।
স্বার্থসিদ্ধির দাপটে উপড়ে গেছে
সহানুভূতি আর সংঘবদ্ধটার প্রাচীরকটাও।
তার কিছুদিন পর
আমাদেরকে কান ধরে হিড়হিড় করে নিয়ে যাচ্ছে
ফিরে দেখা।
অভিজ্ঞতার হলাহল অন্তনির্হিত ফটকে যখন ফুটালো বিহ্বল ফাটল
তখন দৃষ্টিরোধ করে সঙ্গলোভে অত্যন্ত কাতর প্রাণগুলি
অঙ্গীকারাবদ্ধ : নানান সম্পাদনার হাত ধরে
পৃথিবীকে শুধু ব্যবহারযোগ্যই করে ফেলে রাখবেনা ;
করবে বসবাসযোগ্যও...
বহুকাল গূঢ় যোগসাজেসে
লোপাট হয়েছে যা যা
এরপর সবই হবে ইতিহাস।
তার জন্য চারিপাশজুড়ে অঘোরে চলছে
দয়ালবাবুর খোঁজ।
আর অবিরাম বিচ্ছিন্নতার অতি-প্রবল বৃষ্টিতে
ভেসে গেছে আমাদের এই বিপন্ন হৃদয়পুর।
ক্ষয়ক্ষতি আছড়ে পড়ছে
পার্শ্ববর্তী আচ্ছন্ন পড়শি অঞ্চলগুলোতেও।
হারাতে হয়েছে বিবেক, আনন্দ, শান্তি, খুশি আর লাবণ্যের মতো
কচি কচি নরম প্রাণ।
স্বার্থসিদ্ধির দাপটে উপড়ে গেছে
সহানুভূতি আর সংঘবদ্ধটার প্রাচীরকটাও।
তার কিছুদিন পর
আমাদেরকে কান ধরে হিড়হিড় করে নিয়ে যাচ্ছে
ফিরে দেখা।
অভিজ্ঞতার হলাহল অন্তনির্হিত ফটকে যখন ফুটালো বিহ্বল ফাটল
তখন দৃষ্টিরোধ করে সঙ্গলোভে অত্যন্ত কাতর প্রাণগুলি
অঙ্গীকারাবদ্ধ : নানান সম্পাদনার হাত ধরে
পৃথিবীকে শুধু ব্যবহারযোগ্যই করে ফেলে রাখবেনা ;
করবে বসবাসযোগ্যও...
বহুকাল গূঢ় যোগসাজেসে
লোপাট হয়েছে যা যা
এরপর সবই হবে ইতিহাস।
তার জন্য চারিপাশজুড়ে অঘোরে চলছে
দয়ালবাবুর খোঁজ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।