যুদ্ধের বিরুদ্ধে আমার এই কবিতা
নগদ সতেরটা সন্ত্রস্ত রাত, আঠারটা রক্তাক্ত দিন
খুচরো পনেরটা ঘণ্টা, বারোটা মিনিট
সুসম্পন্ন করে
দীর্ঘ বৈঠকের পর জাতিসঙ্গ কি কি সিদ্ধান্ত নেবে
আমি তার কিছুই জানি না ;
আর জানতেও চাই না।
তার চেয়ে আমি নাহয় বরং সময় নষ্ট না করে
ভালোবাসা নামক গোপন ক্ষেপনাস্তটিকে
মানুষের দিকে আরেকবার নিক্ষেপ করলাম।
ওরা বড়জোর আর্ন্তজাতিক চাপ সৃষ্টি এবং অনুরোধ বরাদ্দ করে
পরিস্থিতিকে স্থিতিশীল বা হ্রাসের কথাই বলবে।
আর আমি এই কবিতা লিখে, বলব
মানুষের আজীবন নিরাপদ ভবিষ্যতের কথা।
যা মানবকূল ছাপিয়ে বইবে তো বইবেই।
সুব্রত সামন্ত (বুবাই)
মানামা, বাহ্রাইন / খানাকুল, ভারত
২৬.১০.২০১৪
খুচরো পনেরটা ঘণ্টা, বারোটা মিনিট
সুসম্পন্ন করে
দীর্ঘ বৈঠকের পর জাতিসঙ্গ কি কি সিদ্ধান্ত নেবে
আমি তার কিছুই জানি না ;
আর জানতেও চাই না।
তার চেয়ে আমি নাহয় বরং সময় নষ্ট না করে
ভালোবাসা নামক গোপন ক্ষেপনাস্তটিকে
মানুষের দিকে আরেকবার নিক্ষেপ করলাম।
ওরা বড়জোর আর্ন্তজাতিক চাপ সৃষ্টি এবং অনুরোধ বরাদ্দ করে
পরিস্থিতিকে স্থিতিশীল বা হ্রাসের কথাই বলবে।
আর আমি এই কবিতা লিখে, বলব
মানুষের আজীবন নিরাপদ ভবিষ্যতের কথা।
যা মানবকূল ছাপিয়ে বইবে তো বইবেই।
সুব্রত সামন্ত (বুবাই)
মানামা, বাহ্রাইন / খানাকুল, ভারত
২৬.১০.২০১৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ১৩/১১/২০১৪সুন্দর আহ্বান...
-
মোহাম্মদ আবদুল মান্নান ১২/১১/২০১৪ভালো লাগলো.....
-
ডঃ নাসিদুল ইসলাম ১১/১১/২০১৪historical truth darun
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১১/১১/২০১৪আবেগ। বাট এরকম বাস্তবে হলে ভালোই হতো।
-
অনিরুদ্ধ বুলবুল ১০/১১/২০১৪কবিতাটা মনে হয় এর আগে কবিতার আসরে পড়েছি, মন্তব্যও রেখে থাকবো বোধ করি!
ক্ষেপণাস্ত্র বানানটি ঠিক করে নিন কবি।