ভালোবাসার মূলমন্ত্র
ভালোবাসার মূলমন্ত্র
সুব্রত সামন্ত
অনবরত তোমার কথা ভাবছি।
বিদেশী আঁঠার মতো আমার দু’চোখলটকে আছে
রেশমি লোমে ঢাকা, তোমার ঐ সুদৃশ্য-সুন্দর দুই বুকে।
রাইফেল উদ্যত গুলির মতো সে ভেদ করে চলেছে
তোমার প্রতিটা বাঁক, ভাঁজ আর রেখা।
তোমার একগুচ্ছ লাবন্যকে সে হাতে নিয়েছে আগেই।
এখন তোমার এলোচুলে, নাভীর সুদূর বটমূলে
ঝুল খেতে খেতে
অসংখ্য অজস্র আনন্দের সাথে গড়ে চলেছে অনহীন সখ্যতা।
তুমি সেসব কিছুই জানো না মেয়ে...
রক্তপাত ছাড়াই—
জীবনকে সব রকমের সুযোগ-সুবিধা এনে দিতে
এভাবেই সে প্রতিদিন গেয়ে চলেছে
‘ইনকিলাব-জিন্দাবাদ’।
রচনাটি “ আজ কবিতারা কথা বলবে” পার্ট-২
আডিও সিডি – “ ভালোবাসা যে ভাষায় কথা বলে ” থেকে নেওয়া হল।
সুব্রত সামন্ত
অনবরত তোমার কথা ভাবছি।
বিদেশী আঁঠার মতো আমার দু’চোখলটকে আছে
রেশমি লোমে ঢাকা, তোমার ঐ সুদৃশ্য-সুন্দর দুই বুকে।
রাইফেল উদ্যত গুলির মতো সে ভেদ করে চলেছে
তোমার প্রতিটা বাঁক, ভাঁজ আর রেখা।
তোমার একগুচ্ছ লাবন্যকে সে হাতে নিয়েছে আগেই।
এখন তোমার এলোচুলে, নাভীর সুদূর বটমূলে
ঝুল খেতে খেতে
অসংখ্য অজস্র আনন্দের সাথে গড়ে চলেছে অনহীন সখ্যতা।
তুমি সেসব কিছুই জানো না মেয়ে...
রক্তপাত ছাড়াই—
জীবনকে সব রকমের সুযোগ-সুবিধা এনে দিতে
এভাবেই সে প্রতিদিন গেয়ে চলেছে
‘ইনকিলাব-জিন্দাবাদ’।
রচনাটি “ আজ কবিতারা কথা বলবে” পার্ট-২
আডিও সিডি – “ ভালোবাসা যে ভাষায় কথা বলে ” থেকে নেওয়া হল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস, এম, আরশাদ ইমাম ১৮/১১/২০১৫বেশ শক্তিশালী কবিতা। মৈসন্য সামন্ত নিয়ে এভাবে ইনকিলাব জিন্দাবাদ বলছে দেশ ভরে যাবে শ্রেনীহীন সাম্যবাদীতে।
-
পরশ ১৫/১১/২০১৫সুন্দর
-
মোহাম্মদ আয়নাল হক ১৫/১১/২০১৫অসাধারণ
-
তরীকুল ইসলাম সৈকত ১৪/১১/২০১৫সুন্দর!!