www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমাদের ভালোবাসার গল্প

আমাদের ভালোবাসার গল্প
সুব্রত সামন্ত (বুবাই)

আমার ডাকের খিয়াতে চেপে নাই-বা পারাপার হলে ;
ক্ষতি কি
সেই ভালো , আমি তবুও প্রহর গুনে গুনে টানা অপেক্ষা করব।
আর এভাবেই সহাস্যে নিজের ভেতর নিজেকে হত্যা করে
কাটিয়ে দেবো : ‘আরো একটা অখণ্ড বসন্ত’।
কে জানে এভাবে না-পুরানো-রাত জেগে জেগে
ব্যাথা জমা করা মন খারাপ নিয়ে,
আরো কতগুলো উপন্যাসের মৃত্যু দেখব ?
আর হৃদয়ের ভাঁড়ে অবিরাম কষ্ট জমাবো ?
পাশাপাশি, নিজেকে আরো আড়ালে গেঁথে রেখে
নিজেকেই আরো জব্দ করব।

ডাকপ্রিয়ন, টেলিফোন, কোকিল ডাকা, পথ চেয়ে থাকা...
এগুলো তবুও এমনই অস্থির বেহাল থাকবে ;
যতখানি হৃদয়ভাঙা-হৃদয়ে হৃদয় জমে থাকে অনন্ত।
বাসর সাজিয়ে— পালকি পাঠিয়ে
দু’হাতে মেহেদি, সিঁথিতে সিঁদুর
বুকে ধুক ধুক, একখানা চুমু...
লোকে নাই-বা সেসব কিছু জানল ! অতশত !

লোকে নাহয় জানবে
আমাদের ভালোবাসার গল্প ;
হ্যাঁ রূপা, তোমার আমার প্রেমের কথা অল্প অল্প।





রচনাটি "কাল সারারাত বৃষ্টি হয়েছিলো" অডিও সিডি থেকে নেওয়া হল।
সিরিজ- আজ কবিতারা কথা বলবে পার্ট-০১।

খানাকুল, হুগলি, পশ্চিমবাংলা, ভারত।/manama, bahrain
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৫/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast