পৃথিবীর আকাশ
পৃথিবীর আকাশ আর দেখিব না ক আমি,
দেখিব না ধবল বকটির উড়ে যাওয়া-
অই সমুদ্রের পানে।
আমার আর সাধ নাই দেখিবার
চৈত্রের পল্লব-সমীর,
আমার আর সাধ নাই দেখিবার
অমানিশার ঘন তিমির।
দেখিব না আর পৃথিবীর উঠানামা,
দেখিব না চাঁদেরকণা ঘূর্ণিপাক।
সখি, তোমারে দেখিবার আর-
নাই মম সাধ-অনেন দেখিয়াছি -
আমি-কেউ দেখিবেনা,
এইখানে ঘুমায়ে রহিব আমি;
এই নিভৃতে-জারুলের তলে।
দেখিব না আর পৃথিবীর আকাশ।
১৫/০১/২০১৬ ইং
দেখিব না ধবল বকটির উড়ে যাওয়া-
অই সমুদ্রের পানে।
আমার আর সাধ নাই দেখিবার
চৈত্রের পল্লব-সমীর,
আমার আর সাধ নাই দেখিবার
অমানিশার ঘন তিমির।
দেখিব না আর পৃথিবীর উঠানামা,
দেখিব না চাঁদেরকণা ঘূর্ণিপাক।
সখি, তোমারে দেখিবার আর-
নাই মম সাধ-অনেন দেখিয়াছি -
আমি-কেউ দেখিবেনা,
এইখানে ঘুমায়ে রহিব আমি;
এই নিভৃতে-জারুলের তলে।
দেখিব না আর পৃথিবীর আকাশ।
১৫/০১/২০১৬ ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সরব বাবু ২৫/০৭/২০১৬ধন্যবাদ কবি!
-
আনিসা নাসরীন ২১/০৭/২০১৬খুব সুন্দর
-
মাহাবুব ২১/০৭/২০১৬শুভেচ্ছা, ভালো লাগলো।
-
দেবব্রত সান্যাল ১৬/০৩/২০১৬কবিতাটিতে কবি জীবনানন্দের প্রত্যক্ষ প্রভাব আছে ।