জীবন
বুলবুলি আর বাতাসের মিলন হয়না কোনোদিন। আবার বাতাস ছাড়া বুলবুলি বুলেনা। কোথা থেকে_ কোন সুদূর প্রান্তর থেকে উড়ে আসে বাতাস কত রুপ-রস মেখে_ কত কাহিনী নিয়ে, অথচ ছুঁয়ে ছুঁয়ে চলে যায়। স্থির হয়ে দাড়ায়না। বুলবুলি যেন বলে দাঁড়াও, একটু দাঁড়াও কথা বলি। অনেক কথা বলার আছে তোমায়। অথচ বুলবুলিও জানে, বাতাসও জানে_ বাতাসের চলাতেই বুলবুলির জীবন।
কে জানে কখন জানি মরে যায় কে। মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই। নিশ্চয়তা ছিল কোন্ কালে? হুটহাট মরে যায় মানুষ। মরে যাবো আমিও। অথচ কত পাপ জমে আছে জীবনে। কি করে দাড়াবো আমি তাঁর সামনে! এক এক করে চলে গেছে সবাই_ চলে যাচ্ছে এখনো_ চলে যাবো আমিও। ক্ষমা কি পাবো? কিন্তু ক্ষমা কি আমি? হায়! কে জানে! যদি ক্ষমা না পাই কি হবে আমার! আমার তো কিছু নাই_ কিছুই নাই। কি নিয়ে দাঁড়াবো আমি! কিছুই যে নাই। আমার কি হবে! এত পাপ জীবনে_ এত কলঙ্ক জীবনে, প্রলম্বিত কদাকার কর্ম করেছি কত; ক্ষমা কি পাবো আমি! আহ্! ক্ষমা কি পাবো আমি? ক্ষমা করো_ ক্ষমা করো মালিক আমায়। ক্ষমা করো।
২৫/১২/২২ ইং
কে জানে কখন জানি মরে যায় কে। মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই। নিশ্চয়তা ছিল কোন্ কালে? হুটহাট মরে যায় মানুষ। মরে যাবো আমিও। অথচ কত পাপ জমে আছে জীবনে। কি করে দাড়াবো আমি তাঁর সামনে! এক এক করে চলে গেছে সবাই_ চলে যাচ্ছে এখনো_ চলে যাবো আমিও। ক্ষমা কি পাবো? কিন্তু ক্ষমা কি আমি? হায়! কে জানে! যদি ক্ষমা না পাই কি হবে আমার! আমার তো কিছু নাই_ কিছুই নাই। কি নিয়ে দাঁড়াবো আমি! কিছুই যে নাই। আমার কি হবে! এত পাপ জীবনে_ এত কলঙ্ক জীবনে, প্রলম্বিত কদাকার কর্ম করেছি কত; ক্ষমা কি পাবো আমি! আহ্! ক্ষমা কি পাবো আমি? ক্ষমা করো_ ক্ষমা করো মালিক আমায়। ক্ষমা করো।
২৫/১২/২২ ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৫/০১/২০২৩অনন্যা
-
বোরহানুল ইসলাম লিটন ১৫/০১/২০২৩অনন্য সৃজন!
-
ফয়জুল মহী ১৪/০১/২০২৩চমৎকার লেখা