www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পাগলা হাওয়া

পনপনিয়ে শনশনিয়ে
বইছেরে দেখ্ বাতাস,
পাগলা হাওয়া করছে ধাওয়া
ঐ বাড়ির এক হাসঁ।
ওরে বাতাস তুই কোথা যাস্
কেন তাড়াস হাসঁ,
হাসঁ কি করলো কি খেলো
কিসের পেলি ভাস্?
আজ কিরে তোর ধরছেনি ঘোর
করছিস তুই একি,
মাকাল খেয়ে ধকল সামলা
নইলে দিব বকি।
তোর কণ্ঠেরি গান বড় বেমানান
বড় উতলা সুর,
পথের বাঁকে দেখলি কাকে
দিলি এমন দৌড়!
একটু দাড়াঁ পাঁজি ছোঁকড়া
আসছে ক্ষ্যাপার বাপ,
ক্ষ্যাপা যেমন বাপটি তেমন
কথায় ভীষণ তাপ।
সে করবে কাবু শোনরে বাবু
কথার জালে ফেলে,
পাড় কোথা পাস্ এমনি তড়াস
আসবে হবুর ছেলে।
যেমনি মোটা তেমনি ঠাঠা
দিবে একটা কষি,
পাড় পাবেনা ওরে সোনা
চক্ষু যাবে ভাসি।

পাগলা হাওয়া পাগলা হাওয়া
আবার করলি তাড়া?
আনছি ডেকে কেঞ্চুদাকে
তুই একটু দাড়াঁ!
                  ১২/০২/১৬ইং
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৩/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast