মরমি
আমি তো সখি বলেছি কথা
শুননাই মন দিয়া,
সে কথা আমার উড়িয়া গেল
তোমার প্রান্তর দিয়া।
কতনা কথা শুনিবারে ছিল
কতনা কথা মরমের,
তুমিতো সখি বড় আনমনা
দ্বার ধারনা ধরমের!
শুননাই মন দিয়া,
সে কথা আমার উড়িয়া গেল
তোমার প্রান্তর দিয়া।
কতনা কথা শুনিবারে ছিল
কতনা কথা মরমের,
তুমিতো সখি বড় আনমনা
দ্বার ধারনা ধরমের!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৯/১২/২০১৬জীবন্ত বললে কম বলা হয় একদম দরিদ্র ও কষ্টপাওয়া মানুষের জ্বলন্ত আত্মকথা
-
সাইয়িদ রফিকুল হক ৩০/১০/২০১৬বানান ঠিক হলে কবিতাটি আরও সুন্দর হতো।
-
পরশ ৩০/১০/২০১৬জাক্কাস
-
মুহাম্মদ মনিরুজ্জামান ৩০/১০/২০১৬খুব সুন্দর!
-
সালাম আলী আহসান ৩০/১০/২০১৬বানানের দিকে লক্ষ্য রাখা উচিত।
-
ফাহিম খান ৩০/১০/২০১৬গানের মতো হয়েছে
-
মোস্তাফিজার সুজন ৩০/১০/২০১৬Valo