তারুণ্যের জয়োগানে
তারুণ্যের বাঁধ ভাঙ্গা জোয়ারে সময়ের ঠিকানায়
এগিয়ে যাবার সময় এসেছে, জীবনের যমুনায়।
এগিয়ে চলো এগিয়ে চলো হে বন্ধু
গড়তে হবে পাহাড়সম বিন্দু থেকে সিন্ধু।
১।
হতাশার আড়ালে জেগে থাকা বহু্ পিছে পড়া কচি প্রান,
দেখাতে হবে আশা, শোনাতে হবে নব জীবনের গান।
জীবন মানে আনন্দ উল্লাস, জীবন মানে নব উদ্যম,
এই জীবনে জ্বালাতে হবে নতুন ভোরের সারগাম।
২।
বিশ্বের বুকে যুদ্ধের দামামা, কর ঘৃণা কর প্রতিবাদ,
শান্তির বারতা নিয়ে এসো সবে মিলাও দুটি হাতে হাত।
তারুণ্যের জয়োগানে কাঁপিছে ভূবন কাঁপিছে পাপ নগরী,
সব কিছু ঝেড়ে ফেলে, তারুণ্য বুকে লয়ে লক্ষ লক্ষ প্রহরী।
০৮/১২/২০১৪
এগিয়ে যাবার সময় এসেছে, জীবনের যমুনায়।
এগিয়ে চলো এগিয়ে চলো হে বন্ধু
গড়তে হবে পাহাড়সম বিন্দু থেকে সিন্ধু।
১।
হতাশার আড়ালে জেগে থাকা বহু্ পিছে পড়া কচি প্রান,
দেখাতে হবে আশা, শোনাতে হবে নব জীবনের গান।
জীবন মানে আনন্দ উল্লাস, জীবন মানে নব উদ্যম,
এই জীবনে জ্বালাতে হবে নতুন ভোরের সারগাম।
২।
বিশ্বের বুকে যুদ্ধের দামামা, কর ঘৃণা কর প্রতিবাদ,
শান্তির বারতা নিয়ে এসো সবে মিলাও দুটি হাতে হাত।
তারুণ্যের জয়োগানে কাঁপিছে ভূবন কাঁপিছে পাপ নগরী,
সব কিছু ঝেড়ে ফেলে, তারুণ্য বুকে লয়ে লক্ষ লক্ষ প্রহরী।
০৮/১২/২০১৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলোকিত অন্ধকার ৩১/০৮/২০১৪বাহ ... কাশ্মীর ... বেশ লাগলো ...।।
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৮/০৮/২০১৪ওরে নবীন ওরে আমার কাঁচা
আধমরাদের ঘা মেরে তুই বাঁচা।-- খুব ভালো -
স্বপন রোজারিও(১) ১৬/০৮/২০১৪চমৎকার
-
পথ কবি ১৩/০৮/২০১৪অসাধারণ...
-
ইসমাইল জসীম ১২/০৮/২০১৪বেশ দারুণ অনু্ভূতি পেরেরা।
-
কবি মোঃ ইকবাল ১২/০৮/২০১৪বেশ ভালো লাগলো কবি।