শুষ্ক জলে নোঙ্গর
চৈত্র মাসে মরা খালে শুষ্ক জলে নেমেছেন!
কাঠফাটা রোদ গায়ে মেখে
অকারণে ঘেমেছেন,
বোকা পুরুষ মাছের লাগি
অকারণে খুঁজেছেন?
ভাত ছিটিয়ে কাকের আশায়
ডিম পারিলা কাকের বাসায়
আমের গন্ধ কলার খোসায়!
বোকা পুরুর্ কিসের আশায়
মধ্য রাতে টাকা খসায়?
বৈঠা-নৌকা নকিব মাঝির প্রান
ধান ভানিতে গাইছে শিবের গান,
ফাটা মাঠে ক্যামনে ফলাও ধান,
গায়ের লোকে হিংসে করে, করে অভিমান!
ভরা নদে নকীব মাঝি করে আনচান!
ভীড়ের মধ্যে ঠেলাঠেলি
চাইয়া থাকে জুঁই-চামেলী,
একলা পাইয়া সোহাগ দিলি
নাম ঠিকানা সবই নিলি,
সাত সকালে চলেই এলি?
০৮/০৪/২০১৪
কাঠফাটা রোদ গায়ে মেখে
অকারণে ঘেমেছেন,
বোকা পুরুষ মাছের লাগি
অকারণে খুঁজেছেন?
ভাত ছিটিয়ে কাকের আশায়
ডিম পারিলা কাকের বাসায়
আমের গন্ধ কলার খোসায়!
বোকা পুরুর্ কিসের আশায়
মধ্য রাতে টাকা খসায়?
বৈঠা-নৌকা নকিব মাঝির প্রান
ধান ভানিতে গাইছে শিবের গান,
ফাটা মাঠে ক্যামনে ফলাও ধান,
গায়ের লোকে হিংসে করে, করে অভিমান!
ভরা নদে নকীব মাঝি করে আনচান!
ভীড়ের মধ্যে ঠেলাঠেলি
চাইয়া থাকে জুঁই-চামেলী,
একলা পাইয়া সোহাগ দিলি
নাম ঠিকানা সবই নিলি,
সাত সকালে চলেই এলি?
০৮/০৪/২০১৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ০৫/০৮/২০১৪অনবদ্য কবি...
-
আবু আফজাল মোহাঃ সালেহ ০৫/০৮/২০১৪অসাধারন! অসাধারন দাদা।
-
রামবল্লভ দাস ০৫/০৮/২০১৪অভাবনীয় সৃষ্টি ! দারুণ !!!