তারুণ্যের পথে
খুলে দাও এ বাঁধন, আমি চাই মুক্তি
তারুণ্যের পথে আজ জেগেছে প্রান
আমায় দেখতে দাও, আমায় জাগতে দাও।
হতাশার ঘোলা জলে সাঁতরে বেড়াই আমি,
এসো বন্ধু দিশা লয়ে,জেগে উঠা ভূমি,
আকাশের কালো মেঘে, ঢেকে থাকা চাঁদ
ঘুচে যাবে নিরাশার অমানিশার রাত।
পথ্পানে দেখেছিলাম চলে যাওয়া মুখ,
ব্যথা ভরা পূর্বাকাশে খেলা করে দুখ,
সময়ের স্রোতে আজ, সবুজের চর
নির্ঘুম তারা রাতে এসো বাঁধি ঘর।
এসো তারুণ্য, এসো আগামীর দিন,
মরা বনে কচি প্রানে কেন দ্বিধাহীন?
এসো গড়ি, এসো ধরি সম্মুখের হাল
জেগেছে তারুণ্য, উড়াবে বিজয়ের পাল।
০৬/০৪/২০১৪
তারুণ্যের পথে আজ জেগেছে প্রান
আমায় দেখতে দাও, আমায় জাগতে দাও।
হতাশার ঘোলা জলে সাঁতরে বেড়াই আমি,
এসো বন্ধু দিশা লয়ে,জেগে উঠা ভূমি,
আকাশের কালো মেঘে, ঢেকে থাকা চাঁদ
ঘুচে যাবে নিরাশার অমানিশার রাত।
পথ্পানে দেখেছিলাম চলে যাওয়া মুখ,
ব্যথা ভরা পূর্বাকাশে খেলা করে দুখ,
সময়ের স্রোতে আজ, সবুজের চর
নির্ঘুম তারা রাতে এসো বাঁধি ঘর।
এসো তারুণ্য, এসো আগামীর দিন,
মরা বনে কচি প্রানে কেন দ্বিধাহীন?
এসো গড়ি, এসো ধরি সম্মুখের হাল
জেগেছে তারুণ্য, উড়াবে বিজয়ের পাল।
০৬/০৪/২০১৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রক্তিম ২৪/১১/২০১৪আমি নবাগত । খুঁজতে খুঁজতে আপনাকে পেলাম ।তারুণ্যের জন্য হাতছানি ছিল । ভালো থাকবেন ।
-
দাদা মুহাইমিন চৌধূরী ০৬/০৭/২০১৪অনেক দিন পর এসে আপনাকে এখানে দেখে ভাল লাগল পেরেরা সাহেব
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৩/০৭/২০১৪পৃথিবী আমারে চায়, রেখোনা বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর....গানটা মনে পড়ে গেল। খুব ভালো লেগেছে কবিতা....
-
হামিম হোসেন মণ্ডল (বুলবুল) ১৩/০৬/২০১৪বেশ! কবিতা ব্লগে প্রকাশ করুন।
-
আবু সাহেদ সরকার ১১/০৬/২০১৪বেশ! লাগলো কবি।
-
মোঃ সোহেল মাহমুদ ০৫/০৬/২০১৪খুবই ভালো লাগলো.. আমিও তারণ্যে সামিল হতে চাই.. সুন্দর লিখেছেন... ভালো থাকেন সবসময়..
-
রুমা চৌধুরী ০৪/০৬/২০১৪বাহ, খুব ভাল। খুব সুন্দর। শুভেচ্ছা রইল।
-
কবি মোঃ ইকবাল ০৪/০৬/২০১৪দাদা এটাতো কবিতা, তাহলে "সংবাদ" শ্রেণিতে পোস্ট কররছেন কেনো???
খুব সুন্দর লিখনী। -
ইব্রাহিম খলিল আমিদ ০৪/০৬/২০১৪ভালো লেখনী।
-
নীল আচার্য্য সমুদ্র ০৪/০৬/২০১৪Nice..