বন্ধন
জীবিকার তাগিদে বেঁধেছি আজ ভালোবাসার শিকল;
কখনো রঙ্গমঞ্চে অভিনয়ের খেলা,
বোবা প্রানীর ভিতরে মনুষত্ববোধে জাগ্রত হোক
এই প্রত্যয়ে মিছে অভিনয়ে সস্তা হাততালি,
এক মুঠু বাদাম, কলা আর শুকনো রুটি!
জীবনের রঙ্গমঞ্চটা বড়ই অদ্ভুত!
পা পিছলে পড়ে গেলেই-
দর্শকের ব্যঙ্গ ধ্বনি গোগ্রাসে গলদকরণে
আস্তাকুঁড়ে হবে নিক্ষিপ্ত!
লাল্লু মোদি আজ বড় পেরেশানে!
কমে যাওয়া সামান্য আয়ে
আধ পেটে জল ভরে,
ঘুমায় শক্ত বিছানায়!
অচেনা বন্ধনে আজ চিরচেনা দুই প্রানী
ভালোবাসার শিকলে আবদ্ধ।
০৪/২৮/২০১৪
কখনো রঙ্গমঞ্চে অভিনয়ের খেলা,
বোবা প্রানীর ভিতরে মনুষত্ববোধে জাগ্রত হোক
এই প্রত্যয়ে মিছে অভিনয়ে সস্তা হাততালি,
এক মুঠু বাদাম, কলা আর শুকনো রুটি!
জীবনের রঙ্গমঞ্চটা বড়ই অদ্ভুত!
পা পিছলে পড়ে গেলেই-
দর্শকের ব্যঙ্গ ধ্বনি গোগ্রাসে গলদকরণে
আস্তাকুঁড়ে হবে নিক্ষিপ্ত!
লাল্লু মোদি আজ বড় পেরেশানে!
কমে যাওয়া সামান্য আয়ে
আধ পেটে জল ভরে,
ঘুমায় শক্ত বিছানায়!
অচেনা বন্ধনে আজ চিরচেনা দুই প্রানী
ভালোবাসার শিকলে আবদ্ধ।
০৪/২৮/২০১৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নীল আচার্য্য সমুদ্র ০৪/০৬/২০১৪Ohh..nice poem..try to make some better.
-
সফিউল্লাহ আনসারী ১৬/০৫/২০১৪জীবনের রঙ্গমঞ্চটা বড়ই অদ্ভুত!
valoo lagloo... -
সফিউল্লাহ আনসারী ০৪/০৫/২০১৪জীবনের রঙ্গমঞ্চটা বড়ই অদ্ভুত!
ভাল লাগল ! -
কবি মোঃ ইকবাল ০৪/০৫/২০১৪অনেক সুন্দর লিখেছেন কবি।
-
পিয়ালী দত্ত ৩০/০৪/২০১৪খুব ভাল লাগল।।
-
হুমায়ুন কবির ২৯/০৪/২০১৪দারুণ হয়েছে।
-
এস,বি, (পিটুল) ২৯/০৪/২০১৪Valo laglo kobita
-
অভিজিৎ দাশগুপ্ত ২৯/০৪/২০১৪শকনো= শুকনো
পিচলে= পিছলে
ভালো লাগল