www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিশ্ব বই দিবস

দিবসের মাঝে দিবস বসিয়া রয়;-
একটি দিনের ভাবনায় জ্বলে উঠে
কবিতা বিজনে বসিয়া তাকিয়ে রয়,
বই দিবসকে কবিরা করিবে জয়।
লাইব্রেরী তাকে তাকে যত শব্দমালা;-
জ্ঞান ভাণ্ডার বিনম্রে করে আহবান
জ্ঞান পিপাসু তুমি দেখনা খুলে ডালা,
বই পড়ার আনন্দ করি জয়োগান।

নিজ গৃহে গড়ে তুলি জ্ঞানের জগত;-
বইহীনা অন্ধকার, পতিত জীবন,
গৃহে গৃহে আলোকের গড়ি জনমত,
বই হোক নিত্য সাথী এই করি পণ।
বইয়ের সাথে যদি কর বসবাস,
সেইতো জাতিকে পারিবে দিতে আশ্বাস।


০৪/২৩/২০১৪
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৪/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অসাধারণ ভাবনার চমৎকার বহিপ্রকাশ।
  • পল্লব ২৩/০৪/২০১৪
    সুন্দর সনেট লিখেছেন সুবীরদা। আসলেই, বই ছাড়া জীবন অন্ধকার। বই জ্ঞানের আধার। তাই একে আমাদের সবারই ধারণ করা উচিৎ। এরকম একটি কবিতা সেক্ষেত্রে উদ্দীপনাতা আরও বাড়িয়ে দেয়।
 
Quantcast