বিজয়
একটি বিজয়ের জন্য, একটি মায়ের জন্য,
তুমি হয়েছিলে ধর্ষিতা
বুটের আঘাতে ক্ষত-বিক্ষত তোমার নিথর দেহ,
মায়ের চোখে শুকিয়ে যাওয়া এক বিন্দু জল,
ফসলী জমি হয়েছিল বদ্ধভূমি
পদ্মা-মেঘনা-যমুনা হয়েছিল লাল।
আজ আবার বিজয়ের দিন।
তুমি দেখেছ কি?
১২/১০/২০১৩
তুমি হয়েছিলে ধর্ষিতা
বুটের আঘাতে ক্ষত-বিক্ষত তোমার নিথর দেহ,
মায়ের চোখে শুকিয়ে যাওয়া এক বিন্দু জল,
ফসলী জমি হয়েছিল বদ্ধভূমি
পদ্মা-মেঘনা-যমুনা হয়েছিল লাল।
আজ আবার বিজয়ের দিন।
তুমি দেখেছ কি?
১২/১০/২০১৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ১৯/১২/২০১৩
-
אולי כולנו טועים ১৪/১২/২০১৩বেশ ভালো লাগলো, কবি l
শুভেচ্ছা l -
দেবার্পণ ঘোষ ১৩/১২/২০১৩শিকল ছিঁড়িয়া মাথা তুলিয়াছে , মৃত্যু গিয়াছে হারি ;
বিজয়ের সেই অমূল্য স্মৃতি , - আমি কি ভুলতে পারি !!!
কেমন সে চাওয়া ধিক আমাদের আমরা অত্যাচারী
খুব ভালো লেগেছে কবিতা