ঈশ্বরের আদালতে হবে বিচার
আমি রোজ উপরে তাকিয়ে থাকি;
শুনেছি ভগবান না-কি ঐ উপরে থাকেন;
আকাশের কোন এক সীমানায়!
শুনেছি, ভগবান ঐখানে বসে সব দেখেন।
ভগবান-
তুমি দেখেছ কি আমার মনের কালিমার
বিন্দু বিন্দু ফোটা?
তুমি দেখেছ কি?
আমার ক্ষয়ে যাওয়া কঙ্কাল শরীর?
না বেঁচে থাকার মতো জীবন,
কুপি বাতির নীবু নীবু আলো,
ঘামে ভেজা স্বর্ণালংকার,
অসুস্থ পঙ্গু পিতার কাশি,
দেখেছো কি, না খেয়ে থাকা জীবন?
ভগবান-
তোমার জন্য উঠানের তুলসী পাতায় শিশির জমে প্রতিদিন
তোমার জন্য মন্দিরের সিঁড়ির প্রতি ধাপ
আমায় চিনে-জানে,
তোমার জন্য পঞ্চপ্রদীপ জ্বলে
নিখোঁত হাতে সাজানো পূজোর থালায়,
তোমার জন্যে মানতের পাহাড় গড়ে তুলি
ভাঙ্গা এই হৃদয়ে।
ভগবান বলো তো,
আমার স্বামী মন্টু পালকে অঙ্গার করেছে কে?
১১/১২/২০১৩
শুনেছি ভগবান না-কি ঐ উপরে থাকেন;
আকাশের কোন এক সীমানায়!
শুনেছি, ভগবান ঐখানে বসে সব দেখেন।
ভগবান-
তুমি দেখেছ কি আমার মনের কালিমার
বিন্দু বিন্দু ফোটা?
তুমি দেখেছ কি?
আমার ক্ষয়ে যাওয়া কঙ্কাল শরীর?
না বেঁচে থাকার মতো জীবন,
কুপি বাতির নীবু নীবু আলো,
ঘামে ভেজা স্বর্ণালংকার,
অসুস্থ পঙ্গু পিতার কাশি,
দেখেছো কি, না খেয়ে থাকা জীবন?
ভগবান-
তোমার জন্য উঠানের তুলসী পাতায় শিশির জমে প্রতিদিন
তোমার জন্য মন্দিরের সিঁড়ির প্রতি ধাপ
আমায় চিনে-জানে,
তোমার জন্য পঞ্চপ্রদীপ জ্বলে
নিখোঁত হাতে সাজানো পূজোর থালায়,
তোমার জন্যে মানতের পাহাড় গড়ে তুলি
ভাঙ্গা এই হৃদয়ে।
ভগবান বলো তো,
আমার স্বামী মন্টু পালকে অঙ্গার করেছে কে?
১১/১২/২০১৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দাদা মুহাইমিন চৌধূরী ১৬/১১/২০১৩অসাধারন ভাবের প্রকাশ। করুন এক আর্তি ফুটে উঠেছে
-
রাখাল ১৫/১১/২০১৩মুগ্ধতায় আর স্তব্দতায় কিছু লিখতে পারছিনা!
-
אולי כולנו טועים ১৪/১১/২০১৩অসাধারণ।
অবশ্যই বিচার হবে। -
suman ১৪/১১/২০১৩অসাধারণ...
-
Înšigniã Āvî ১৪/১১/২০১৩jani na keu kokhono esob prosner uttor peyechey kina.....
korun baastober kobita