www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কফি হাউজের সেই আড্ডা পাগল মানুষটি

(সঙ্গীত জগতের নয়নমনি প্রবোধ চন্দ দে ওরফে মান্না দে আজ সকল গানের মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন। আমরা তার বিদেহী আত্মার মাগ ফেরাত কামনা করি।)

কফি হাউজের আড্ডায় তোমাকে আর খুঁজি না;
কিংবা চায়ের কাপের অবশিষ্ট চায়ের কাপে পড়ে থাকা
সিগারেটের নিকোটিনের ভস্মদেহে,
আর তোমার গন্ধ পাই না।

আজ সময়টা চলে গিয়েছে বহুদূর;
যেখানের ষাট বছরে সাড়ে তিন হাজার অসাধারণ কথার
ফুলঝুরিতে সাজানো ছিল মনকাড়া সুরের
মূর্ছনা ও তাল-লয়ের ভালোবাসার সমারোহ।
তরুণ-যুবা কিংবা বৃদ্ধ,
চায় তোমায়, চায় তোমার কন্ঠ, চায় গান
চির চেনা সেই দিনের গান
সেই সুরের গান, ভরে মন ভরে প্রাণ।

ষাট বছরে সুরের ভুবনের বাসিন্দা
উনিশ শত একাত্তর সালে পদ্মশ্রী,
দুই হাজার পাঁচ সালে পদ্মবিভূষণ,
দুই হাজার নয় সালে দাদা সাহেব ফালকে সম্মাননা,
রবীন্দ্রভারতী ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট
এব্ং অগণিত মানুষের ভালোবাসায় সিক্ত ছিলো
তোমার অসাধারণ মেধার বেদীমূলে।

উনিশ শত উনিশ সালের পয়েলা মে'র কলকাতার প্রবোধ চন্দ দে,
আজ আমাদের হৃদয়ের মান্না দে;
আজ জীবনের শেষ সিঁড়ির ধাপে তোমার পদ চিহ্ন;
বিশ্বের অগনিত চোখ,
আজ বেঙ্গালুরুর নারায়ণা হেলথ হাসপাতালের দিকে-
কি অসহায় ভাবে তাকিয়ে আছে!

উনিশ শত উনিশ থেকে দুই হাজার তের,
মানুষের জীবনে এই চুরানব্বই বছরটা কি খুব বেশী?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চন্দ্রশেখর ২৬/১০/২০১৩
    যে বাঁচবে হাজার বছর, সে কি ৯৪তে চলে যেতে পারে?
    শরীর তাঁর নশ্বর, গার অবিনশ্বর।
    তিনি আছেন আমাদের হৃদয়ে, মননে, প্রানে-কানে...
  • אולי כולנו טועים ২৪/১০/২০১৩
    অনবদ্য !!

    যে কফি হাউস নিয়ে আমাদের প্রানের গানটি -
    সেই কফি হাউস এ আমি যাইনি কখনো,
    একবার গিয়ে দেখতে চাই
    তার প্রানের ছোয়া
    ভালবাসার ছোয়া -
    সে মায়ার বাধন যা "মান্না দে" কে আমাদের বুকের মাঝে
    স্থান দিয়েছে, অমর করেছে ll
  • বরাবরের মতোই আপনি সার্থক আপনার জায়গায়।বিশিষ্টজনদের সম্মাননা জানানোর আপনার উপস্থাপন টি সত্যিই প্রশংসনীয়।খুবই ভালো লাগলো কবিতা র কথা গুলো।
  • আরজু নাসরিন পনি ২৪/১০/২০১৩
    কবিতায় একই সাথে এতো সম্মান... এতো তথ্য ...সত্যিই আপনার কবিতা পড়ি আর অবাক হই ।

    প্রিয়তে রাখলাম ভালবাসায় মোড়ানো অনন্য কবিতাখানি ।
  • সায়েম খান ২৪/১০/২০১৩
    জাতী আজ বাংলা গানের এক কিংবদন্তীকে হারালো।
 
Quantcast