www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অচিন বৃক্ষ

আমার গতরে কি শক্তি কম ছিলো?
আমার হাতে, শিরা-উপশিরায় কতো মদ্দ পোলাপান ঝুলেছে!
আজ কে রাখে তার খবর! আফসোস!
একদিন আমিও ছিলাম রূপবান, টনটনে চামড়া
পটলচেরা চোখ, আর যৌবন! নাইবা বললাম!

আজ, শরীরের ভাজে ভাজে জমে আছে নোংরা জল
ক্ষয়ে যাচ্ছে হাড্ডি, ঝুলে পড়েছে শিরা-উপশিরা
ক্ষত-বিক্ষত দেহ, কুড়ে কুড়ে খাচ্ছে পঙ্গপালের দল
পালা বদলের দিন বুঝি আজ শেষ!

একদিন আমারো ছিলো-
রমনার বিশাল বক্ষে আমি দেখেছি
৪৭,৫২, ৬৯ এব্ং ৭১ এর বিভীষিকাময় দিনগুলি!
দেখেছি নরকের উল্লাস, পিচাশের অট্টহাসি, রক্তপিপাসু চোখ
ক্ষতবিক্ষত নারী আর রক্তগঙ্গা!
আমি চোখ বুঝতে চেয়েছি, কিন্তু বিশ্বাস করো
আমার হাজার পাতা থাকলেও চোখের কোন পাতা ছিলো না।
আমার গায়ে বাঁধা ছিলো পাঁচ পাঁচটি কলেজ পড়ুয়া তরুনী;
পাশে পড়ে ছিলো বই,খাতা,কলম;
পরনে ছিলো না কোন বস্ত্র!
দুঃখের অশ্রুতে ঝড়ে যাওয়া পাতায় ঢেকে দিয়েছিলাম চিরশয্যায়!
আজও আমার কান্না থেমে আছে!

আমি দেখেছি ভালোবাসা-
ভালোবাসে কাছে আসে, হাতে হাত, আড়ষ্ঠতায় দুটি তাজা প্রাণ,
বেহিসেবি সময়, ঘন্টার পর ঘন্টা, আবছা আলোয়,
অবশেষে তৃপ্ত হয়ে ঘরে ফেরা।

আমি দেখেছি-
ভিক্ষাবৃত্তি, পুলিশের বাড়াবাড়ি, মারামারি, কাটাকাটি
চা-বিক্রেতার তৃপ্তির হাসি
বৃদ্ধ-বৃদ্ধাদের বেঁচে থাকার আদম্য বাসনা;
ডা্ষ্টবিনের কাক, তীর্থের কাক, কামুক পুরুষ
সন্ধ্যামালতী! রং-বেরঙ্গে, ফুলে ফুলে!

আমি দেখেছি-
পানি হাতে,মালা হাতে কিশোরী,
চকলেটের লোভ যে বয়সে হাতছানি দিয়ে ডাকে;
চকলেট হাতে কামুক জানোয়ার,
গাছের আড়ালে ক্ষুধা নিবারণ! নিথর দেহ,
ছিটকে দুরে পড়ে থাকা পানির মগ!
না, আর বলতে পারছি না,
আমি আজ বাকরুদ্ধ!
নীরব দর্শক মাত্র।

আজ, আমার নেই রূপ, নেই গন্ধ!
আমি আজ চলেছি শ্মশানঘাটের দিকে!
একদিন ফিরব কয়লা হয়ে
তোমাদের ঘরে!

০৮/২৮/২০১৩
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুবীর দা অসাধারন লিখেছেন । আর যে চিত্র ফুটিয়ে তুলেছেন পড়ার সময় চোখের সামনে ভেসে উঠেছে।

    শিক্ষনীয় ব্যাপার আছে আপনার কবিতায়, যেমন কবিতার ব্যাপারে তেমন বিষয় বস্তুর ব্যাপারে ও । যদিও বেশির ভাগ মানুষ এ ব্যাপারে উদাসীন।

    ধন্যবাদ আপনাকে এমন সুন্দর কবিতা উপহার দিছেন বলে
    • অন্তর থেকে বিশেষ ধন্যবাদ দাদা ভাই
  • তিথি ২৪/১০/২০১৩
    এত সুন্দর বলার মত কোনো শব্দ খুজে পাচ্ছি না...।ভিশন ভালো লিখেছ কবিতাটা কবি!!!!!
  • কোন বিশেষনে এই কবিতা র মন্তব্য পর্যাপ্ত নয়।এই জাতীয় কবিতা কবিরা সৃষ্টি করতে পারে কদাচিৎ।এই সব কবিতা সহজে ধরা দেয় না কবি কে।যারা কবিতার মর্ম বুঝে কেবল তাদের ই হাতে ধরা দেয় কবিতা।সত্যিই অসাধারণ।আমি খুবই অভিভূত।
    • ধন্যবাদ সাখাওয়াৎ ভাই
      • আপনাকে ও ধন্যবাদ।কিন্তু ক দিন যাবত দেখছি না আপনাকে? খুব ব্যস্ত? সময় হলে আসুন না আমার নতুন আয়োজনে।
        • সাখাওয়াৎ ভাই ব্যাস্ত না। আমি অন্য সাইটে নিয়মিত আছি। কিন্তু এই সাইটে নতুন কিছু লিখতে পারছিনা তো, তাই আসা হয় না। আমাকে স্মরণে রেখেছেন এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। অনেক ধন্যবাদ আপনাকে।
  • আরজু নাসরিন পনি ২৪/১০/২০১৩
    উপসসস্ !
    কী অসাধারণ !

    এমন লেখা দেখলেই বুঝি গল্পকাররা সসম্মানে পথ ছেড়ে দাঁড়ায় কবির জন্যে ?
    মুগ্ধ হয়ে গেলাম পড়তে পড়তে ।।
  • אולי כולנו טועים ২৪/১০/২০১৩
    কবিতাটা পড়ে মনে পরে গেল
    ঢাকার বোটানিকাল গার্ডেনের অচিন বৃক্ষের কথা -
    বিশালবট বৃক্ষের কথা !

    খুব সুন্দর কবিতা !
  • প্রবাসী পাঠক ২৩/১০/২০১৩
    অসম্ভব সুন্দর একটি কবিতা , খুব খুব ভাল লাগল।
    প্রিয়তে রাখলাম।
 
Quantcast