স্বপ্নচারী কবি
(আজ প্রিয় কবি শামসুর রাহমানের ৮৪তম জন্মবার্ষিকী। তিনি ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরানো ঢাকার মাহুতটুলীর জন্মগ্রহণ করেন।তাঁর প্রতি আমার এই শ্রদ্ধাঞ্জলি।)
লাঊয়ের মাচাটা আজও ঠিক তেমনই আছে;
একটুও বদলে যায়নি, বদলায়নি মনের আদলে গড়া
তোমার চিন্তা-চেতনার ফসল।
সময় বদলাতে পারে, দেহ ক্ষয়ে যেতে পারে,
কিন্তু, বিশ্বাস করো হে কবি আমার,
মায়ের সেই আদর মাখা সুরের ডাক,
ভালোবাসার সজনে ডাটা, মোয়া-মুড়ি
এখনো সতেজ রয়ে গেছে দেহত্বত্ত্বের গহীনে।
তুমি জানো কি কবি?
যে ছেলেটি গিয়েছিলো চলে হায়েনা তাড়াতে
সে আর ফিরে আসেনি, শুনেছি-
তার উর্বর দেহে জন্ম নিয়েছে বিশাল বটবৃক্ষ।
এই বৃক্ষের শাখায় শাখায় পাখিরা করে গান,
গাছের ছায়ায় বসে পথিকের পথমেলা,
আরাধ্য ধ্যানী-জ্ঞানী, সন্ধ্যায় বাউলের এক তারার ঝঙ্কার।
আরও কতো কি!
হে প্রিয় কবি আমার-
তুমি বিশ্বাস করো, তোমার সেই অগ্নিঝরা গান
আজও বদলায়নি,
শুধু বদলে গেছে সময়,
বদলে গেছি আমরা!!
১০/২৩/২০১৩
লাঊয়ের মাচাটা আজও ঠিক তেমনই আছে;
একটুও বদলে যায়নি, বদলায়নি মনের আদলে গড়া
তোমার চিন্তা-চেতনার ফসল।
সময় বদলাতে পারে, দেহ ক্ষয়ে যেতে পারে,
কিন্তু, বিশ্বাস করো হে কবি আমার,
মায়ের সেই আদর মাখা সুরের ডাক,
ভালোবাসার সজনে ডাটা, মোয়া-মুড়ি
এখনো সতেজ রয়ে গেছে দেহত্বত্ত্বের গহীনে।
তুমি জানো কি কবি?
যে ছেলেটি গিয়েছিলো চলে হায়েনা তাড়াতে
সে আর ফিরে আসেনি, শুনেছি-
তার উর্বর দেহে জন্ম নিয়েছে বিশাল বটবৃক্ষ।
এই বৃক্ষের শাখায় শাখায় পাখিরা করে গান,
গাছের ছায়ায় বসে পথিকের পথমেলা,
আরাধ্য ধ্যানী-জ্ঞানী, সন্ধ্যায় বাউলের এক তারার ঝঙ্কার।
আরও কতো কি!
হে প্রিয় কবি আমার-
তুমি বিশ্বাস করো, তোমার সেই অগ্নিঝরা গান
আজও বদলায়নি,
শুধু বদলে গেছে সময়,
বদলে গেছি আমরা!!
১০/২৩/২০১৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রবাসী পাঠক ২৩/১০/২০১৩
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৩/১০/২০১৩সত্যিই অসাধারণ! বরাবরের মতোই আপনি সার্থক।খুবই মনোমুগদ্ধকর।এতো ভালো লাগলো যে এক নিঃশ্বাসে পড়ে ফেললাম।ধন্যবাদ হে কবি, কবির চরণে কবিতা করেছ তুমি সমার্পন।শুভেচ্ছা এবং শুভকামনা সবসময়।
-
আরজু নাসরিন পনি ২৩/১০/২০১৩কবিতা লিখে প্রিয় কবিদের শুভেচ্ছা জানানোর এই ধরণটা আমার দারুণ পছন্দ হয়েছে ।
অনেক শুভেচ্ছা রইল প্রিয় কবির জন্যে এবং আপনার জন্যে তো বটেই ।।
দয়াবান বৃক্ষ তুমি একটি কবিতা দিতে পারো ?
বৃক্ষ বলে আমার বাকল ফুঁড়ে আমার মজ্জায়
যদি মিশে যেতে পারো, তবে
হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা !
জীর্ণ দেয়ালের কানে বলি ;
দেয়াল আমাকে তুমি একটি কবিতা দিতে পারো ?
পুরোনো দেয়াল বলে শ্যাওলা-ঢাকা স্বরে,
এই ইঁট সুরকির ভেতর যদি নিজেকে গুঁড়িয়ে দাও, তবে
হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা !
শুভ জন্মদিন কবি শামসুর রাহমান ।