www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বপ্নচারী কবি

(আজ প্রিয় কবি শামসুর রাহমানের ৮৪তম জন্মবার্ষিকী। তিনি ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরানো ঢাকার মাহুতটুলীর জন্মগ্রহণ করেন।তাঁর প্রতি আমার এই শ্রদ্ধাঞ্জলি।)

লাঊয়ের মাচাটা আজও ঠিক তেমনই আছে;
একটুও বদলে যায়নি, বদলায়নি মনের আদলে গড়া
তোমার চিন্তা-চেতনার ফসল।
সময় বদলাতে পারে, দেহ ক্ষয়ে যেতে পারে,
কিন্তু, বিশ্বাস করো হে কবি আমার,
মায়ের সেই আদর মাখা সুরের ডাক,
ভালোবাসার সজনে ডাটা, মোয়া-মুড়ি
এখনো সতেজ রয়ে গেছে দেহত্বত্ত্বের গহীনে।

তুমি জানো কি কবি?
যে ছেলেটি গিয়েছিলো চলে হায়েনা তাড়াতে
সে আর ফিরে আসেনি, শুনেছি-
তার উর্বর দেহে জন্ম নিয়েছে বিশাল বটবৃক্ষ।
এই বৃক্ষের শাখায় শাখায় পাখিরা করে গান,
গাছের ছায়ায় বসে পথিকের পথমেলা,
আরাধ্য ধ্যানী-জ্ঞানী, সন্ধ্যায় বাউলের এক তারার ঝঙ্কার।
আরও কতো কি!

হে প্রিয় কবি আমার-
তুমি বিশ্বাস করো, তোমার সেই অগ্নিঝরা গান
আজও বদলায়নি,
শুধু বদলে গেছে সময়,
বদলে গেছি আমরা!!

১০/২৩/২০১৩
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • প্রবাসী পাঠক ২৩/১০/২০১৩
    বৃক্ষের নিকটে গিয়ে বলি ;
    দয়াবান বৃক্ষ তুমি একটি কবিতা দিতে পারো ?
    বৃক্ষ বলে আমার বাকল ফুঁড়ে আমার মজ্জায়
    যদি মিশে যেতে পারো, তবে
    হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা !

    জীর্ণ দেয়ালের কানে বলি ;
    দেয়াল আমাকে তুমি একটি কবিতা দিতে পারো ?
    পুরোনো দেয়াল বলে শ্যাওলা-ঢাকা স্বরে,
    এই ইঁট সুরকির ভেতর যদি নিজেকে গুঁড়িয়ে দাও, তবে
    হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা !


    শুভ জন্মদিন কবি শামসুর রাহমান ।
  • সত্যিই অসাধারণ! বরাবরের মতোই আপনি সার্থক।খুবই মনোমুগদ্ধকর।এতো ভালো লাগলো যে এক নিঃশ্বাসে পড়ে ফেললাম।ধন্যবাদ হে কবি, কবির চরণে কবিতা করেছ তুমি সমার্পন।শুভেচ্ছা এবং শুভকামনা সবসময়।
  • আরজু নাসরিন পনি ২৩/১০/২০১৩
    কবিতা লিখে প্রিয় কবিদের শুভেচ্ছা জানানোর এই ধরণটা আমার দারুণ পছন্দ হয়েছে ।

    অনেক শুভেচ্ছা রইল প্রিয় কবির জন্যে এবং আপনার জন্যে তো বটেই ।।
 
Quantcast