কবিতার হালখাতা
মনের গহীনে চাষ করেছি বারোটা মাস,
কখনো তপ্ত রোদ, কখনো খরা, কখনো বৃষ্টি,
কোন কিছুই আমার আদম্য বাসনাকে করেনি অবহেলা।
আমি চাষ করেছি, আমি ফলেছি,
স্বার্থপরতাকে জলাঞ্জলী দিয়ে
সার্থকতার মোড়কে সাজিয়েছি
সীমাহীন ফসলের মাঠকে।
আজ বছর শেষে, আজ হিসেবে দিন,
আমার আগোছালো টেবিলে জমে থাকা
হাজারো ফসলের নির্যাস ,
আমি অপলক নয়নে দেখি, আমি গন্ধ নেই
লাল-সবুজের ফসলে আমি তৃপ্ত।
আজ,
আমার সেরা ভালোবাসার ফসলগুলোকে সাজাই
ভালোবাসার ডালায়।
আজ তাকে যাব নিয়ে ভালোবাসার কবির হাটে।
কখনো তপ্ত রোদ, কখনো খরা, কখনো বৃষ্টি,
কোন কিছুই আমার আদম্য বাসনাকে করেনি অবহেলা।
আমি চাষ করেছি, আমি ফলেছি,
স্বার্থপরতাকে জলাঞ্জলী দিয়ে
সার্থকতার মোড়কে সাজিয়েছি
সীমাহীন ফসলের মাঠকে।
আজ বছর শেষে, আজ হিসেবে দিন,
আমার আগোছালো টেবিলে জমে থাকা
হাজারো ফসলের নির্যাস ,
আমি অপলক নয়নে দেখি, আমি গন্ধ নেই
লাল-সবুজের ফসলে আমি তৃপ্ত।
আজ,
আমার সেরা ভালোবাসার ফসলগুলোকে সাজাই
ভালোবাসার ডালায়।
আজ তাকে যাব নিয়ে ভালোবাসার কবির হাটে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরজু নাসরিন পনি ২৪/১০/২০১৩
-
আহমাদ সাজিদ ২৩/১০/২০১৩খুব সুন্দর হয়েছে... পেরেরা
-
মাহমুদ নাহিদ ২৩/১০/২০১৩কবি ভালো লাগলো পড়ে ।আরো লেখা চাই কবি ।
-
সহিদুল হক ২৩/১০/২০১৩অসাধারণ!
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৩/১০/২০১৩চমৎকার! অনবদ্য!
আদম্য < অদম্য হবে কি ?
শুভেচ্ছা রইল কবির জন্যে ।।