www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবিতার হালখাতা

মনের গহীনে চাষ করেছি বারোটা মাস,
কখনো তপ্ত রোদ, কখনো খরা, কখনো বৃষ্টি,
কোন কিছুই আমার আদম্য বাসনাকে করেনি অবহেলা।

আমি চাষ করেছি, আমি ফলেছি,
স্বার্থপরতাকে জলাঞ্জলী দিয়ে
সার্থকতার মোড়কে সাজিয়েছি
সীমাহীন ফসলের মাঠকে।

আজ বছর শেষে, আজ হিসেবে দিন,
আমার আগোছালো টেবিলে জমে থাকা
হাজারো ফসলের নির্যাস ,
আমি অপলক নয়নে দেখি, আমি গন্ধ নেই
লাল-সবুজের ফসলে আমি তৃপ্ত।

আজ,
আমার সেরা ভালোবাসার ফসলগুলোকে সাজাই
ভালোবাসার ডালায়।

আজ তাকে যাব নিয়ে ভালোবাসার কবির হাটে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আরজু নাসরিন পনি ২৪/১০/২০১৩
    প্রাপ্তির কবিতা পড়তে বেশ লাগছিল ।
    আদম্য < অদম্য হবে কি ?

    শুভেচ্ছা রইল কবির জন্যে ।।
  • আহমাদ সাজিদ ২৩/১০/২০১৩
    খুব সুন্দর হয়েছে... পেরেরা
  • মাহমুদ নাহিদ ২৩/১০/২০১৩
    কবি ভালো লাগলো পড়ে ।আরো লেখা চাই কবি ।
  • সহিদুল হক ২৩/১০/২০১৩
    অসাধারণ!
  • চমৎকার! অনবদ্য!
 
Quantcast