প্রিয় জীবনানন্দ
([ মহান কবি জীবনানন্দের প্রয়াণ দিবসের শ্রদ্ধার্ঘ্য )
হাজার বছরের পথ চলা এখনো থামেনি,
এখননো নাটোরের বনলতা সেন প্রতিক্ষায় থাকে
একদন্ড শান্তির আশায়।
এখনো অচেনা অলিগলিতে পাই তোমার পদধ্বনি,
মুহু মুহু ছন্দের দোলায় দোলে আমার দেশ
আমার চেনা পথ, আমার চেনা গান।
তুমি কি জানো?
তোমার শব্দ-ছন্দ, মাত্রা নিয়ে
আমরা আগামীর স্বপ্ন বুনি?
আমার কবিতা ভুমে ছন্দের বারিধারা
চির সবুজের প্রাণের সজীবতা এনে দেয়।
আমাদের প্রত্যাশা, আমাদের ভালোবাসা
চির অম্লান তুমি জীবনানন্দ দাশ।
১০/২২/২০১৩
হাজার বছরের পথ চলা এখনো থামেনি,
এখননো নাটোরের বনলতা সেন প্রতিক্ষায় থাকে
একদন্ড শান্তির আশায়।
এখনো অচেনা অলিগলিতে পাই তোমার পদধ্বনি,
মুহু মুহু ছন্দের দোলায় দোলে আমার দেশ
আমার চেনা পথ, আমার চেনা গান।
তুমি কি জানো?
তোমার শব্দ-ছন্দ, মাত্রা নিয়ে
আমরা আগামীর স্বপ্ন বুনি?
আমার কবিতা ভুমে ছন্দের বারিধারা
চির সবুজের প্রাণের সজীবতা এনে দেয়।
আমাদের প্রত্যাশা, আমাদের ভালোবাসা
চির অম্লান তুমি জীবনানন্দ দাশ।
১০/২২/২০১৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরজু নাসরিন পনি ২৩/১০/২০১৩
-
אולי כולנו טועים ২২/১০/২০১৩opurbo kobi....khub valo laglo !
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২২/১০/২০১৩খুবই সুন্দর লিখেছেন।তৃপ্তি পেলাম কবিতা পড়ে।ভালো লাগলো।শুভেচ্ছা এবং শুভকামনা রইল আপনার জন্য।
-
প্রবাসী পাঠক ২২/১০/২০১৩শোনা গেলো লাশকাটা ঘরে
নিয়ে গেছে তারে;
কাল রাতে - ফাল্গুনের রাতের আঁধারে
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
মরিবার হলো তার সাধ।
কবিতা লিখতে পারিনা তাই জীবনানন্দ দাশ এর কিছু লাইন লিখলাম ।
খুব সুন্দর ।
ছন্দের 'দলায়' এখানে ছন্দের 'দোলায়' পড়লাম আমি আমার মতো করে ।
অনেক শুভকামনা রইল কবির জন্যে ।।