ভালবাসার ঘাসফড়িং
সামনে শুধুই বিরাণ ভূমি
চোখের সীমানা যতটুকু বহে যায় দূর নীলিমায়,
খুঁজেছি যে মাটি দু,ফসলা বিল
বাতাসে উড়ায় রাখাল ভিজে জামাখানি
ঘুড়ির লেজের টানে বাতাসের ঘানি
আমাকে দিবে নাকি ভালোবাসার পানি;
আমি তো বাকহীন, মোর অন্তর্যামী।
চৈত্রের খড়তাপে লাঙ্গলের ফলা চিরে
বীজ বুনে, গা থেকে ঝরে পরে জল;
উঠোনে উঠবে চৈতালী, চোখ তাই টলমল,
আনন্দের বন্যায় ভাসে গরীবমহল,
হঠাৎ
জোছনার আলো ভেঙ্গে, অমাবস্যার ভাটার টানে
আছড়ে পড়ে চারণ ভূমি
ঝড়ে পড়ে আশাগুলো
ঝরাপাতার আবর্জনায়।
সামনে শুধুই বিরান ভূমি
কোথায় তুমি, কোথায় আমি!
চোখের সীমানা যতটুকু বহে যায় দূর নীলিমায়,
খুঁজেছি যে মাটি দু,ফসলা বিল
বাতাসে উড়ায় রাখাল ভিজে জামাখানি
ঘুড়ির লেজের টানে বাতাসের ঘানি
আমাকে দিবে নাকি ভালোবাসার পানি;
আমি তো বাকহীন, মোর অন্তর্যামী।
চৈত্রের খড়তাপে লাঙ্গলের ফলা চিরে
বীজ বুনে, গা থেকে ঝরে পরে জল;
উঠোনে উঠবে চৈতালী, চোখ তাই টলমল,
আনন্দের বন্যায় ভাসে গরীবমহল,
হঠাৎ
জোছনার আলো ভেঙ্গে, অমাবস্যার ভাটার টানে
আছড়ে পড়ে চারণ ভূমি
ঝড়ে পড়ে আশাগুলো
ঝরাপাতার আবর্জনায়।
সামনে শুধুই বিরান ভূমি
কোথায় তুমি, কোথায় আমি!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু আফজাল মোহাঃ সালেহ ২১/১০/২০১৩খুব সুন্দর সুবীর ভাই।
-
আরজু নাসরিন পনি ২১/১০/২০১৩ইট, কাঠ, পাথর, সুরকির খাঁচায় বন্দি থেকে আপনার কবিতা যেনো মুক্তি পেলো প্রকৃতির সতেজতায়...
কিছুটা লালনের মতো আকুতি...
মিলন হবে কতো দিনে আমার মনের মানুষের সনে
কবিতায় অন্তর্যামীর খোঁজ...আমি কি ঠিক ধরতে পেরেছি ...না হলে বলে দেবেন অনুগ্রহ করে ।
শুভকামনা রইল ।। -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২১/১০/২০১৩অপূর্ব শব্দ গাঁথুনির একটি চমৎকার কবিতা।সাবলীল ভাষার সুনিপুণ উপস্থাপন।সরল গ্রাম্য চিত্র।যা হৃদয়কে নিংড়ে দেয়।খুবই ভালো লাগলো।শুভেচ্ছা সেই সাথে ভালবাসা অনিমেষ।
-
אולי כולנו טועים ২১/১০/২০১৩অপূর্ব কবি - মনোমুগ্ধকর !!