নেতা
পল্টনের ঐ সমাবেশে
গলা ফাটায় কারা?
যাদের হাতে ঠকছে মানুষ
মারছে পিষে তারা।
রাস্তা-ঘাটে মিছিল নিয়ে
খাচ্ছে গুলি কারা,
দলের জন্য শ্লোগান দিয়ে
বোকার মতো যারা!
চাঁদাবাজী হুমকি-ধামকি
দিচ্ছে ওরা কারা?
আমাগী দিনে ত্রাসের রাজ্য
গড়বে দেশে যারা।
দেশের ভিতর লক্ষ মানুষ
আমজনতা কারা?
নিঃস্পেষিত নির্যাতিত
খাচ্ছে যারা ধরা!
১০/২২/২০১৩
গলা ফাটায় কারা?
যাদের হাতে ঠকছে মানুষ
মারছে পিষে তারা।
রাস্তা-ঘাটে মিছিল নিয়ে
খাচ্ছে গুলি কারা,
দলের জন্য শ্লোগান দিয়ে
বোকার মতো যারা!
চাঁদাবাজী হুমকি-ধামকি
দিচ্ছে ওরা কারা?
আমাগী দিনে ত্রাসের রাজ্য
গড়বে দেশে যারা।
দেশের ভিতর লক্ষ মানুষ
আমজনতা কারা?
নিঃস্পেষিত নির্যাতিত
খাচ্ছে যারা ধরা!
১০/২২/২০১৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২২/১০/২০১৩গহীনে থাকা অস্ফুট শব্দ গুলো কবিতা য় বেড়িয়ে এসেছে।সত্যিই তারা কারা? এরা তারাই যাদের হাতে আমরা তুলে দিয়েছি ক্ষমতা।আর তারাই আজ সৃষ্টি করেছে এই মানুষ গুলো কে নিজেদের ই প্রয়োজনে।খুবই সুন্দর কবিতা।
-
রোদের ছায়া ২২/১০/২০১৩আমি কবিতা নিয়ে যা বলব ভাবছিলাম সেটা দেখছি আরজু পনি বলে দিয়েছেন তাই আর নতুন করে বললাম না । তবে ভালো লাগা জানাচ্ছি।
-
আরজু নাসরিন পনি ২২/১০/২০১৩খুব সচেতন প্রকাশ ।
ভালো লাগলো বিবেককে দোলা দেয়া কবিতা ।
আচ্ছা 'হুমিকি' < 'হুমকি' হবে কি ?
আর দেশের 'ভীতর' < দেশের 'ভিতর' হবে কি ?
শুভকামনা রইল ।। -
আরিয়ান খান ২২/১০/২০১৩ধন্যবাদ সুন্দর কবিতার জন্য। আসলে আমাদের দেশের নেতাদের সংজ্ঞাটা এমন- যারা শুধু জনগণের কাছ থেকে নিতেই জানে কিন্তু বিনিময়ে কিছু দিতে পারেনা তারাই নেতা।
-
אולי כולנו טועים ২১/১০/২০১৩বাস্তব ভাবনা - অসাধারণ রুপায়ন !!