বৃষ্টি রাঙ্গা মন
দীঘির জলে টাপুর টুপুর, খোলা হাওয়ার জল,
নিরবধি সকাল- সন্ধ্যা, বাড়ছে কোলাহল।
পথে-মাঠে সবুজ পাতা, নুয়ে পড়ে গাছ,
বাঁধ ভেঙ্গেছে, জল বেড়েছে,ঝাপ দিয়েছে মাছ।
নিঝুম রাতে কলম হাতে, টিনের চালে গান,
কাব্যালয়ে আসছে ধেয়ে, ছন্দ মাত্রার বান।
দমকা হাওয়া, ঝড়ো হাওয়া, নদীর বুকে ঢেউ
বসছে আসর, কবির বাসর, আসবে নাকি কেউ?
মনি কোঠায় জমে আছে সেসব দিনের কথা,
ছন্দ-মাত্রা সেলাই করে, বানাই নতুন কাঁথা।
ইচ্ছে জাগে সাঁতার কাঁটি,ভেজাই চিত্তাতলে,
নিত্য আমি স্নান করি আজ,কবি'র কাব্য জলে।
নিরবধি সকাল- সন্ধ্যা, বাড়ছে কোলাহল।
পথে-মাঠে সবুজ পাতা, নুয়ে পড়ে গাছ,
বাঁধ ভেঙ্গেছে, জল বেড়েছে,ঝাপ দিয়েছে মাছ।
নিঝুম রাতে কলম হাতে, টিনের চালে গান,
কাব্যালয়ে আসছে ধেয়ে, ছন্দ মাত্রার বান।
দমকা হাওয়া, ঝড়ো হাওয়া, নদীর বুকে ঢেউ
বসছে আসর, কবির বাসর, আসবে নাকি কেউ?
মনি কোঠায় জমে আছে সেসব দিনের কথা,
ছন্দ-মাত্রা সেলাই করে, বানাই নতুন কাঁথা।
ইচ্ছে জাগে সাঁতার কাঁটি,ভেজাই চিত্তাতলে,
নিত্য আমি স্নান করি আজ,কবি'র কাব্য জলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২২/১০/২০১৩অসাধারণ! সত্যিই চমৎকার হয়েছে।
-
আহমাদ সাজিদ ২১/১০/২০১৩ছন্দময়; অনবদ্য। ধন্যবাদ কবি
-
আরজু নাসরিন পনি ২১/১০/২০১৩দারুণ...
ছন্দে ছন্দে যেন ঝর্ণার গান শুনলাম ...
প্রকৃতির কবিতা খুবই উপভোগ করছি ।
শুভেচ্ছা রইল ।। -
אולי כולנו טועים ২১/১০/২০১৩মৃদু লয়ে
সেতারের সুর লহরী যেন কবিতাটি ! -
রোদের ছায়া ২১/১০/২০১৩খুব খুব সুন্দর কবির কাব্যজলে ধোয়া কবিতাটি । শুধু একটি জায়গায় পড়তে গিয়ে মনে হল পল্লব না হয়ে পাতা হলে ভালো লাগতো । জানি না কবির কি মত ।