ঝরাপাতা
প্রকৃতিকে ছাড়িয়ে যাওয়া দুঃসাধ্য;
সময়ের পথে যেমন সময়ের ঠিকানা
অচেনাকে সঙ্গী করে তার পথ চলা,
নদী-জল-বাতাস, সমুদ্রের কিনারা
ভিন্নতার চিহ্ন রেখে যায়
আগামীর সময়ের তাল-লয়ে।
ঝরা পাতাদের অস্থিরতা;
খসে পড়ছে বার বার,
গাছগুলো হয়ে পড়েছে নিঃসঙ্গ!
বাতাস মানে না বন্ধনের হৃদ্যতা,
কেবল ছিনিয়ে নিয়ে যায়
সুদুর সীমানায়।
মানুষের জীবন থেকে
ক্ষয়ে যাচ্ছে যৌবনের উচ্ছ্বলতা,
চোখের সামনে সীমাবন্ধতা!
জীবনের ঝরা পাতাগুলো
রুধিবারে নাই শক্তি।
প্রকৃতি চলেছে নিয়মের ঘড়িতে।
০৯/০৭/২০১৩
সময়ের পথে যেমন সময়ের ঠিকানা
অচেনাকে সঙ্গী করে তার পথ চলা,
নদী-জল-বাতাস, সমুদ্রের কিনারা
ভিন্নতার চিহ্ন রেখে যায়
আগামীর সময়ের তাল-লয়ে।
ঝরা পাতাদের অস্থিরতা;
খসে পড়ছে বার বার,
গাছগুলো হয়ে পড়েছে নিঃসঙ্গ!
বাতাস মানে না বন্ধনের হৃদ্যতা,
কেবল ছিনিয়ে নিয়ে যায়
সুদুর সীমানায়।
মানুষের জীবন থেকে
ক্ষয়ে যাচ্ছে যৌবনের উচ্ছ্বলতা,
চোখের সামনে সীমাবন্ধতা!
জীবনের ঝরা পাতাগুলো
রুধিবারে নাই শক্তি।
প্রকৃতি চলেছে নিয়মের ঘড়িতে।
০৯/০৭/২০১৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৮/১০/২০১৩অনবদ্য একটি কবিতা।সত্যিই অপূর্ব।খুবই সুন্দর বক্তব্যের উপস্থাপন।আসলেই জীবন এরকমই।খুবই ভালো লাগলো।শুভেচ্ছা এবং শুভকামনা আপনার জন্য।
-
আহমাদ সাজিদ ১৮/১০/২০১৩ঠিক আমার জীবনের মত। ধন্যবাদ