কলমের জন্য কলম
অগণিত কলম সৈনিক নির্ঘুম রাত জেগে জেগে
কলমের ফলায় চাষ করে যাচ্ছে
আমার-আপনার আবাদী জমি।
কখনো দুঃখ, কখনো কস্ট, কখনো বা
প্রিয়তমার মাধুরী মেশানো ডাক
উপেক্ষিত হয়েছে তাঁর শানিত কলমে।
দেখ,
আমরা কি স্বার্থবর!
কাবুলীওলাদের মতো আমরা কেবল
রস আস্বাদন করে, ছুঁড়ে দিয়েছি অবহেলার যাবপাত্রে।
তার পরও দাবি নেই, ক্ষোভ নেই, নেই অভিমান,
ত্যাগের ব্রতে দীক্ষিত এই শব্দ কারিগরদের।
ভগবানের কাছে কি চাইবো?
দীর্ঘায়ু কামনা, অর্থ-বিত্ত? যশ-খ্যাতি?
না!
তাঁর চরণে, যজ্ঞ নিবেদন
শতায়ু হোক কলমের তীব্র গতি;
স্তিমিত না হোক আমাদের পথ চলা।
কলমের ফলায় চাষ করে যাচ্ছে
আমার-আপনার আবাদী জমি।
কখনো দুঃখ, কখনো কস্ট, কখনো বা
প্রিয়তমার মাধুরী মেশানো ডাক
উপেক্ষিত হয়েছে তাঁর শানিত কলমে।
দেখ,
আমরা কি স্বার্থবর!
কাবুলীওলাদের মতো আমরা কেবল
রস আস্বাদন করে, ছুঁড়ে দিয়েছি অবহেলার যাবপাত্রে।
তার পরও দাবি নেই, ক্ষোভ নেই, নেই অভিমান,
ত্যাগের ব্রতে দীক্ষিত এই শব্দ কারিগরদের।
ভগবানের কাছে কি চাইবো?
দীর্ঘায়ু কামনা, অর্থ-বিত্ত? যশ-খ্যাতি?
না!
তাঁর চরণে, যজ্ঞ নিবেদন
শতায়ু হোক কলমের তীব্র গতি;
স্তিমিত না হোক আমাদের পথ চলা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সহিদুল হক ১৪/১০/২০১৩দারুণ কবিতা।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১০/১০/২০১৩আজকের এই পৃথিবী যে অবস্থানে দাড়িয়ে তার পেছনে কাজ করে গেছে সেই সব কলম যোদ্ধা, যাদের অবদান আমরা কখনোই অস্বীকার করতে পারি না। কবিতায় তাদের প্রতি যে সম্মান দেখানো হয়েছে তার জন্য কবিকে জানাই সাধুবাদ। ধন্যবাদ কবি। আপনার কলম চলুক এগিয়ে সকল জরাজীর্ণতাকে পেছনে ফেলে।
-
Înšigniã Āvî ১০/১০/২০১৩দারুন......
-
রোদের ছায়া ১০/১০/২০১৩খুবই সুন্দর। এদের নিয়ে আসলে তেমন ভাবাই হয়না । শেষ তিনটি চরন দারুন হয়েছে । শব্দ কারিকর নাকি শব্দ কারিগর জানার ছিল কোনটা ঠিক।।
-
אולי כולנו טועים ১০/১০/২০১৩অনিন্দ সুন্দর।
বেঁচে থাকুক সকল কবি আত্মা।
বেঁচে থাকুক সেই সকল কলম সৈনিক -
কঠোর পরিশ্রম করে ভাগ্যের চাঁকা ঘুরিয়েছে যারা -
বেঁচে থাকুক তাদের স্বপ্ন।
সাধুবাদ জানাই কবি -
হৃদয়টা ছুয়ে গেল ll