উদ্ধার
রাতের বাসে বিপুল ঢাকা থেকে যাচ্ছিল দিনাজপুর হানিফ পরিবহনে। বাসটি চলছিল খু দ্রত গতিতে। ড্রাইভারের বেপরোয়া গাড়ী চালানোর কারনে অনেক খুব ভয় পেয়ে তাকে আস্তে চালানোর অনুরোধ করে। কিন্তু ড্রাইভার তার পথে অচল।বাসটি অভারটেক করে হেলেদুলে যাচ্ছিল।
গভীর রাতে বাসটি গাইবান্ধা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাসের সাথে মুখোমুখি। বিপুল ছিল ড্রাইভারের পিছনের সীটে।চারিদিকে চিতকাত চেচামেচি, কান্নাকাটি।বিপুল কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরে দেখে সামনের ড্রাইভারের সীট ভেঙ্গে তার উপর পড়ে আছে। সে চেষ্টা করল সরাতে পারল না। সে চিতকার করে মানুষের সাহায়্য চাইলে কয়েকজ্জন তাকে উদ্ধারের আগে পকেটে ্থেকে যা কিছু ছিল সব উদ্ধার করে নিয়ে গেল। কেউ বিপুলের ব্যাগ উদ্ধার করে নিয়ে গেল। এভাবে মানুষ সব উদ্ধার করার পর বিপুলকে উদ্ধারের কথা ভুলেই গেল!! আবারও বিপুল সাহায্য চাইল। অতপর দুইজন বয়স্ক লোক তাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিল।হাওয়ে অভাগা জাতি বিপদে মানুষকে উদ্ধার না করে তারা ব্যাস্ত বস্তু উদ্ধার করতে। এই হলো বাটপারদের অবস্থা।১০/০৬/২০১৩
গভীর রাতে বাসটি গাইবান্ধা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাসের সাথে মুখোমুখি। বিপুল ছিল ড্রাইভারের পিছনের সীটে।চারিদিকে চিতকাত চেচামেচি, কান্নাকাটি।বিপুল কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরে দেখে সামনের ড্রাইভারের সীট ভেঙ্গে তার উপর পড়ে আছে। সে চেষ্টা করল সরাতে পারল না। সে চিতকার করে মানুষের সাহায়্য চাইলে কয়েকজ্জন তাকে উদ্ধারের আগে পকেটে ্থেকে যা কিছু ছিল সব উদ্ধার করে নিয়ে গেল। কেউ বিপুলের ব্যাগ উদ্ধার করে নিয়ে গেল। এভাবে মানুষ সব উদ্ধার করার পর বিপুলকে উদ্ধারের কথা ভুলেই গেল!! আবারও বিপুল সাহায্য চাইল। অতপর দুইজন বয়স্ক লোক তাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিল।হাওয়ে অভাগা জাতি বিপদে মানুষকে উদ্ধার না করে তারা ব্যাস্ত বস্তু উদ্ধার করতে। এই হলো বাটপারদের অবস্থা।১০/০৬/২০১৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
suman ১২/১০/২০১৩দারুণ ...
-
সহিদুল হক ০৬/১০/২০১৩ভাল মানুষের সংখ্যা দিন দিন কমছে,এই ঘটনাটি আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমাদের।
-
মীর শওকত ০৬/১০/২০১৩আমি বলতে চেয়েছি শেষে আপনি ব্যাপারটা খোলামেলা বুঝিয়ে দিয়েছেন কিন্তু না বুঝালেই হয়ত আরো আকর্ষণীয় হত ।
-
দাদা মুহাইমিন চৌধূরী ০৫/১০/২০১৩মানবতা বোধ নাই এখন আর
-
Înšigniã Āvî ০৫/১০/২০১৩মানুষকে উদ্ধার করার মানসিকতা কজনের
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৫/১০/২০১৩বাস্তব ঘটনা।
-
রোদের ছায়া ০৫/১০/২০১৩ঘটনা কিন্তু সত্যি , বিপদের সময় কিছু মানুষ আগেনিজের আখের গোছায়।
-
মীর শওকত ০৫/১০/২০১৩একেবারে বাস্তব দাদা । তবে শেষটুকুতে একটু গাম্ভীর্যতার আশ্রয় নিলে আরো ভাল লাগত
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৫/১০/২০১৩এটা এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হচ্ছে। কিন্তু এভাবে চলতে থাকলে আমরা এক জঘন্য জাতিতে পরিণত হবো। সচেতনতা সৃষ্টির জন্য এমন লেখা অনেক দরকার