www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কুকুর

লোকটি অন্ধ।প্রায়ই সে আমাদের ষ্টোরে আসে। কেনাকাটা করে চলে যায়। ভাবছেন কীভাবে আসে আর কীভাবে কেনাকাটা করে চলে যায়? বলছি।
লোকটিকে সাহায্য করে একটি প্রভুভক্ত কুকুর। প্রশিক্ষণপ্রাপ্ত এই কুকুরটি সে যেখানে যাবে সেখানেই নিয়ে যায়। কুকুর রাস্তা চিনিয়ে তাকে নিয়ে যায়। লোকটির এক হাতে সাদা ছড়ি, অন্য হাতে কুকুরে রশি!

কুকুরটি অন্ধ লোকটি নিরাপদে যে কোন স্থানে নিয়ে যায়, আবার ফিরিয়ে নিয়ে আসে ঘরে। বোবা প্রাণী কথা জানে না, অথচ একজন মানুষের মত কাজ করে যাচ্ছে।।

আজকাল মানুষ মানুষের ক্ষতি করছে, হত্যা করছে। অথচ এই বোবা প্রাণী?

পশুদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।

০৯/২৯/২০১৩
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৭০৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মানুষ যেমন ভালোতে শ্রেষ্ঠ তেমনি খারাপেও শ্রেষ্ঠত্ব বজায় রেখে চলেছে। পশু কখনো এতটা হিংস্র হয়নি যতটুকু হিংস্রতা মানুষ পৃথিবীতে দেখিয়েছে। খুব শিক্ষনীয় একটা লেখা পড়ে খুব ভালো লেগেছে
  • ইব্রাহীম রাসেল ৩০/০৯/২০১৩
    --হ্যা শিক্ষামূলক বটে
  • চপল পেরেরা ৩০/০৯/২০১৩
    ভাল লাগল। যেদিন মানুষগুলো কুকুর হয়ে যাবে সেদিন আমাদের দেশ ভাল হয়ে যাবে।
  • সহিদুল হক ৩০/০৯/২০১৩
    ঠিকই,কুকুরের কাছেও অনেক কিছু শেখার আছে বৈকি।
  • দেবার্পণ ঘোষ ২৯/০৯/২০১৩
    বাস্তব...
    • ধন্যবাদ ঘোষ দা
  • “অ”-এ অমানুষ দিয়ে লেখা হয়েছে নতুন বর্ণপরিচয় ।
    তাই মানুষ তুমি কুকুর হও...
  • Înšigniã Āvî ২৯/০৯/২০১৩
    man's best friend is dog...
    আর লেখাটা পড়ে আমার একটা পুরানো গল্পের কথা মনে পড়ে গেল.... যেটা আমার স্কুলের টেক্স্ট বইতে ভীষণ প্রিয় ছিল,
    লেখাটা খুব খুব মন ছুঁয়ে গেল...
 
Quantcast