কুকুর
লোকটি অন্ধ।প্রায়ই সে আমাদের ষ্টোরে আসে। কেনাকাটা করে চলে যায়। ভাবছেন কীভাবে আসে আর কীভাবে কেনাকাটা করে চলে যায়? বলছি।
লোকটিকে সাহায্য করে একটি প্রভুভক্ত কুকুর। প্রশিক্ষণপ্রাপ্ত এই কুকুরটি সে যেখানে যাবে সেখানেই নিয়ে যায়। কুকুর রাস্তা চিনিয়ে তাকে নিয়ে যায়। লোকটির এক হাতে সাদা ছড়ি, অন্য হাতে কুকুরে রশি!
কুকুরটি অন্ধ লোকটি নিরাপদে যে কোন স্থানে নিয়ে যায়, আবার ফিরিয়ে নিয়ে আসে ঘরে। বোবা প্রাণী কথা জানে না, অথচ একজন মানুষের মত কাজ করে যাচ্ছে।।
আজকাল মানুষ মানুষের ক্ষতি করছে, হত্যা করছে। অথচ এই বোবা প্রাণী?
পশুদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।
০৯/২৯/২০১৩
লোকটিকে সাহায্য করে একটি প্রভুভক্ত কুকুর। প্রশিক্ষণপ্রাপ্ত এই কুকুরটি সে যেখানে যাবে সেখানেই নিয়ে যায়। কুকুর রাস্তা চিনিয়ে তাকে নিয়ে যায়। লোকটির এক হাতে সাদা ছড়ি, অন্য হাতে কুকুরে রশি!
কুকুরটি অন্ধ লোকটি নিরাপদে যে কোন স্থানে নিয়ে যায়, আবার ফিরিয়ে নিয়ে আসে ঘরে। বোবা প্রাণী কথা জানে না, অথচ একজন মানুষের মত কাজ করে যাচ্ছে।।
আজকাল মানুষ মানুষের ক্ষতি করছে, হত্যা করছে। অথচ এই বোবা প্রাণী?
পশুদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।
০৯/২৯/২০১৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ৩০/০৯/২০১৩মানুষ যেমন ভালোতে শ্রেষ্ঠ তেমনি খারাপেও শ্রেষ্ঠত্ব বজায় রেখে চলেছে। পশু কখনো এতটা হিংস্র হয়নি যতটুকু হিংস্রতা মানুষ পৃথিবীতে দেখিয়েছে। খুব শিক্ষনীয় একটা লেখা পড়ে খুব ভালো লেগেছে
-
ইব্রাহীম রাসেল ৩০/০৯/২০১৩--হ্যা শিক্ষামূলক বটে
-
চপল পেরেরা ৩০/০৯/২০১৩ভাল লাগল। যেদিন মানুষগুলো কুকুর হয়ে যাবে সেদিন আমাদের দেশ ভাল হয়ে যাবে।
-
সহিদুল হক ৩০/০৯/২০১৩ঠিকই,কুকুরের কাছেও অনেক কিছু শেখার আছে বৈকি।
-
দেবার্পণ ঘোষ ২৯/০৯/২০১৩বাস্তব...
-
চোখের আলোয়_সম্পূর্ণা ২৯/০৯/২০১৩“অ”-এ অমানুষ দিয়ে লেখা হয়েছে নতুন বর্ণপরিচয় ।
তাই মানুষ তুমি কুকুর হও... -
Înšigniã Āvî ২৯/০৯/২০১৩man's best friend is dog...
আর লেখাটা পড়ে আমার একটা পুরানো গল্পের কথা মনে পড়ে গেল.... যেটা আমার স্কুলের টেক্স্ট বইতে ভীষণ প্রিয় ছিল,
লেখাটা খুব খুব মন ছুঁয়ে গেল...