হয়ে থাকো স্মরণীয় সময়
ঝেড়ে কাঁশি দিয়ে ভিতরের জমানো জলজমাট হিমাদ্রী পাহাড়গুলোকে
রক্তরম্ভা মুখদিয়ে বের করে দিতে ইচ্ছে হচ্ছিল করোনাকালে।
কোয়ারেন্টাইনের সুরসুরি হাঁচ্চির পরে পরিস্কার হবে উন্ডুল মস্তক।
আবার রিক্সার চাকায় বাতাস ভরবে, ভাঙ্গা রাস্তায় লক্কর ঝক্কর গাড়ির
ধুরুনন্ধাম বাহাদুরি, মুখবন্ধনী খুলে হালে জোঁয়ালে পালে মালে
জুড়বে জ্বড়ান বুকের অফুরান সুর।
হঠাৎ! কোন মুখপোড়া সাহসীক আম্ফান সকল মহিমা উজাড় করে
নিশাসিক হন্তরম্ভা মুখগুলোতে চুনকাম দিয়ে
হনুমাণ বানালো রাবণের চিতায়। মারল দেহের ভিতরের আত্মাকে-
তুমুল তান্ডবে।
কাক-শকুনেরা মরলে তো হরিকৃর্ত্তণ কেউ করেনা;
সেখানে মরলো শালিক, সারস, কোকিল দোয়েলের মত নিবেদিত প্রাণেরা।
ধ্বংস স্তুপের মিনারে দাড়িয়ে নির্বাক কান্নাগুলো অবলোকন করছে সময়
গৃহ-যায়-যাতীর নোনাক্ত অশ্রু বান- শশ্মান; মহা-শশ্মান।
যার শেষোক্ত সমীকরণ অঙ্ক সমুচীন হবে না কোন দিন।।
রক্তরম্ভা মুখদিয়ে বের করে দিতে ইচ্ছে হচ্ছিল করোনাকালে।
কোয়ারেন্টাইনের সুরসুরি হাঁচ্চির পরে পরিস্কার হবে উন্ডুল মস্তক।
আবার রিক্সার চাকায় বাতাস ভরবে, ভাঙ্গা রাস্তায় লক্কর ঝক্কর গাড়ির
ধুরুনন্ধাম বাহাদুরি, মুখবন্ধনী খুলে হালে জোঁয়ালে পালে মালে
জুড়বে জ্বড়ান বুকের অফুরান সুর।
হঠাৎ! কোন মুখপোড়া সাহসীক আম্ফান সকল মহিমা উজাড় করে
নিশাসিক হন্তরম্ভা মুখগুলোতে চুনকাম দিয়ে
হনুমাণ বানালো রাবণের চিতায়। মারল দেহের ভিতরের আত্মাকে-
তুমুল তান্ডবে।
কাক-শকুনেরা মরলে তো হরিকৃর্ত্তণ কেউ করেনা;
সেখানে মরলো শালিক, সারস, কোকিল দোয়েলের মত নিবেদিত প্রাণেরা।
ধ্বংস স্তুপের মিনারে দাড়িয়ে নির্বাক কান্নাগুলো অবলোকন করছে সময়
গৃহ-যায়-যাতীর নোনাক্ত অশ্রু বান- শশ্মান; মহা-শশ্মান।
যার শেষোক্ত সমীকরণ অঙ্ক সমুচীন হবে না কোন দিন।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২১/০৬/২০২০অসাধারণ
-
ফয়জুল মহী ২০/০৬/২০২০অসাধারণ উপস্থাপন ।l চমৎকার ভাবনার প্রকাশ।