তোমাকে চাই
ভোর হলে রবি বলে আমি তোমাকে চাই
আমার কিরণ দেখাবো বলে
জল বলে আমি তোমাকে চাই
আমাকে পান করাবো বলে
পাখি বলে আমি তোমাকে চাই
আমার মুক্ত আকাশে উড়ানো দেখাবো বলে
রাস্তার পশু বলে আমি তোমাকে চাই
খাবার যোগাবার কী যে লড়াই দেখাবো বলে
মানুষ বলে আমি তোমাকে চাই
আমার অহঙ্কার দেখাবো বলে
সমুদ্র বলে আমি তোমাকে চাই
আমার গভীরতা দেখাবো বলে
আকাশ বলে আমি তোমাকে চাই
নীলভূবন দেখাবো বলে
নতুন পৃথিবী বলে আমি তোমাকে চাই
তোমার দুঃখ নেবো বলে
কবি বলে আমি তোমাকে চাই
আমার কবিতা পড়াবো বলে !!
আমার কিরণ দেখাবো বলে
জল বলে আমি তোমাকে চাই
আমাকে পান করাবো বলে
পাখি বলে আমি তোমাকে চাই
আমার মুক্ত আকাশে উড়ানো দেখাবো বলে
রাস্তার পশু বলে আমি তোমাকে চাই
খাবার যোগাবার কী যে লড়াই দেখাবো বলে
মানুষ বলে আমি তোমাকে চাই
আমার অহঙ্কার দেখাবো বলে
সমুদ্র বলে আমি তোমাকে চাই
আমার গভীরতা দেখাবো বলে
আকাশ বলে আমি তোমাকে চাই
নীলভূবন দেখাবো বলে
নতুন পৃথিবী বলে আমি তোমাকে চাই
তোমার দুঃখ নেবো বলে
কবি বলে আমি তোমাকে চাই
আমার কবিতা পড়াবো বলে !!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ২৭/০৬/২০১৪দাদা আপনার কবিতা/লিখা কিন্তু পাচ্ছি না।
-
কবি মোঃ ইকবাল ১৭/০৬/২০১৪অসাধারন লিখনী।
শুভ কামনা