ভালোবাসি বাংলা
বাংলা আমার প্রাণের বাংলা-
বাংলা রুপসী,
তাই বাংলার আকাশ বাতাস
সবই ভালোবাসি।
বাংলার মত খুঁজে তুমি
পাবে না ভাই দুটি,
শেখ মুজিবের বাংলা এটা
সোনার চাইতে খাঁটি।
৭১-এ ভালোবেসে দিয়েছি -
সবাই রক্ত প্রাণ,
জীবন দিয়ে রাখব
মোরা বাংলাদেশের মান।
এদেশ মোদের রক্তে কেনা
বড়ই খাঁটি ভাই,
বাংলা মাকে সবাই
বড্ড ভালোবাসি তাই।
কিছু কথাঃএই কবিতাটি আমি যখন ক্লাশ সেভেনে পড়ি তখন লেখা...পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
বাংলা রুপসী,
তাই বাংলার আকাশ বাতাস
সবই ভালোবাসি।
বাংলার মত খুঁজে তুমি
পাবে না ভাই দুটি,
শেখ মুজিবের বাংলা এটা
সোনার চাইতে খাঁটি।
৭১-এ ভালোবেসে দিয়েছি -
সবাই রক্ত প্রাণ,
জীবন দিয়ে রাখব
মোরা বাংলাদেশের মান।
এদেশ মোদের রক্তে কেনা
বড়ই খাঁটি ভাই,
বাংলা মাকে সবাই
বড্ড ভালোবাসি তাই।
কিছু কথাঃএই কবিতাটি আমি যখন ক্লাশ সেভেনে পড়ি তখন লেখা...পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Abdullah Al Mamun ০৬/০৮/২০১৭Onek Sundor