তোমাদের জন্য
চেয়ে দেখো গোধূলির শেষ রঙ আকাশে
ওই আলোতে উদ্ভাসিত প্রেম
তোমাদের জীবনে আনুক সংরাগ -----
বিচ্ছেদের প্রবল বেদনা যাক দূরে ----
আবার জ্যোৎস্নাধারা তোমাদের চোখে এসে
ধীরে বাজাক জীবনের সঙ্গীত ------
মধুবন কুসুমিত হোক---------
অকারনে বৃষ্টি ডেকে আনুক শ্যামলী মেঘ-----
ফলভারে আনত হোক কিশোরী জামরুল গাছ ---
জীবনে-জীবন গড়ে নদী হোক সুস্নাত----
আমি শুধু দূর থেকে দেখে যাই
প্রকৃতির এই ভরা খেলাঘর ------
ওই আলোতে উদ্ভাসিত প্রেম
তোমাদের জীবনে আনুক সংরাগ -----
বিচ্ছেদের প্রবল বেদনা যাক দূরে ----
আবার জ্যোৎস্নাধারা তোমাদের চোখে এসে
ধীরে বাজাক জীবনের সঙ্গীত ------
মধুবন কুসুমিত হোক---------
অকারনে বৃষ্টি ডেকে আনুক শ্যামলী মেঘ-----
ফলভারে আনত হোক কিশোরী জামরুল গাছ ---
জীবনে-জীবন গড়ে নদী হোক সুস্নাত----
আমি শুধু দূর থেকে দেখে যাই
প্রকৃতির এই ভরা খেলাঘর ------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
গোপেশ দে ০১/০৬/২০১৬
-
হাসান কাবীর ০১/০৬/২০১৬চমৎকার। ভালো লেগেছে।
-
এম.এম. হাওলাদার ২৪/০৫/২০১৬"আমি শুধু দূর থেকে দেখে যাই
প্রকৃতির এই ভরা খেলাঘর ..."
কবি কি এখানে তাঁর অব্যাক্ত দীর্ঘশ্বাস গোপন করতে চেয়েছেন ? -
আজকের চাকরির বাজার বিডি.কম ২২/০৫/২০১৬''মধুবন কুসুমিত হোক''
অপূর্ব থিম! -
মোবারক হোসেন ২২/০৫/২০১৬ভাল।
-
শাহারিয়ার ইমন ২০/০৫/২০১৬দারুন অভিব্যক্তি
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২০/০৫/২০১৬''জীবন-জীবন গড়ে নদী হোক সুস্নাত''
চমৎকার কাব্য সংস্কার.......... -
মোঃ ইমরান হোসেন (ইমু) ২০/০৫/২০১৬''Heart haven't grown old'' -----Romantic poet: W. B. Yeats.
wishing for U. Go ahead.... -
রইস উদ্দিন খান আকাশ ১৮/০৫/২০১৬দারুণ
প্রকৃতির এই ভরা খেলাঘর ------
বাহ খুব ভাল লাগল