অন্য বাড়ি
কাল আমরা একটা অন্য বাড়িতে চলে যাবো।
এবাড়ির আরশোলা-টিকটিকি-ইঁদুর-ছারপোকা,
এমনকি
জানলায়-বসা কাক-চড়ুই-শালিকগুলোকে ছেড়ে।
রান্নাঘরের উঁচু তাকে ডিমে-তা-দেওয়া পায়রাগুলো
কাল থেকে আর দানাপানি পাবেনা।
এখানে মেঘ-বৃষ্টি-জলে হাত পিছলে সাবান গলে যায়,
কাপড়-টাঙানো আংটাগুলো ঘাড় বেঁকিয়ে,
অবাধ্য গরুর মতো,
মেঝের মোজেক গর্ত হয়ে কেঁচোর সঙ্গে দোস্তি করে
বাড়িটার আয়ু কমায়।
অন্য বাড়িটার ঝকঝকে পালিশ-করা মেঝে,
জানলা খুলেই গাছের সবুজ, ফুলের রঙ, পাখির
কিচিমিচি,
রান্নাঘরে বাসন অঢেল, প্রচুর আরাম-আয়েশ,
সদর-দুয়ার খুলেই ঢালাও অতিথিশালা,
রাতের বেলা চাঁদ নেমে আসে ছাদে।
কিন্তু যদি আসল কথাটা বলি ......?
স্বপ্ন ভেঙে চোখ মেললেই বাড়িটা হারিয়ে যায়,
তাই কাল আর কখনোই আসেনা ...
Tomorrow never comes ,…..
Tomorrow never comes.
এবাড়ির আরশোলা-টিকটিকি-ইঁদুর-ছারপোকা,
এমনকি
জানলায়-বসা কাক-চড়ুই-শালিকগুলোকে ছেড়ে।
রান্নাঘরের উঁচু তাকে ডিমে-তা-দেওয়া পায়রাগুলো
কাল থেকে আর দানাপানি পাবেনা।
এখানে মেঘ-বৃষ্টি-জলে হাত পিছলে সাবান গলে যায়,
কাপড়-টাঙানো আংটাগুলো ঘাড় বেঁকিয়ে,
অবাধ্য গরুর মতো,
মেঝের মোজেক গর্ত হয়ে কেঁচোর সঙ্গে দোস্তি করে
বাড়িটার আয়ু কমায়।
অন্য বাড়িটার ঝকঝকে পালিশ-করা মেঝে,
জানলা খুলেই গাছের সবুজ, ফুলের রঙ, পাখির
কিচিমিচি,
রান্নাঘরে বাসন অঢেল, প্রচুর আরাম-আয়েশ,
সদর-দুয়ার খুলেই ঢালাও অতিথিশালা,
রাতের বেলা চাঁদ নেমে আসে ছাদে।
কিন্তু যদি আসল কথাটা বলি ......?
স্বপ্ন ভেঙে চোখ মেললেই বাড়িটা হারিয়ে যায়,
তাই কাল আর কখনোই আসেনা ...
Tomorrow never comes ,…..
Tomorrow never comes.
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাসান কাবীর ১০/১০/২০১৬অদ্ভুত! হৃদয়ের কোথাও কিছু একটা বিষাদ টের পাওয়া যায়।
-
এম.এম. হাওলাদার ০৭/০৬/২০১৬অসাধারণ কবিতা।
খুব ভালো লেগেছে। -
শাহারিয়ার ইমন ২০/০৫/২০১৬Tomorrow never comes ...
-
শাওন মুহাম্মদ ১৯/০৫/২০১৬So nice
-
রইস উদ্দিন খান আকাশ ১৮/০৫/২০১৬প্রথমে ভেবেছিলাম কবর হবে 😊
-
পলাশ ১৭/০৫/২০১৬"When you cease to dream you cease to live." - Malcolm Forbes
-
জুনায়েদ বি রাহমান ১৫/০৫/২০১৬একদিন সত্যি সত্যি আসবে।
সুন্দর আগামীর প্রত্যাশায় থাকলুম। শুভকামনা
ভালো কবিতা। -
পরশ ১৪/০৫/২০১৬সুন্দর
-
রাফিউজ্জামান সলিট ১৪/০৫/২০১৬বাহ কি অসাধারণ!
-
প্রদীপ চৌধুরী. ১৩/০৫/২০১৬দারুণ
-
দ্বীপ সরকার ১৩/০৫/২০১৬ভালো লাগলো।
-
অঙ্কুর মজুমদার ১৩/০৫/২০১৬nice poem