অক্ষয় তৃতীয়া
অনেক কান্না কেঁদে
অনেক বেদনা সয়ে
অনেকটা ভার বয়ে
আজ পৃথিবী সর্বংসহা।
যে তরু ছায়া দেয়, ফল দেয় ফুল দেয়,
সেও টানে মাটি থেকে তার জীবনের নির্যাস।
উল্কাপাতের ঝড়ে কত প্রাণী
বিদায় নিয়েছে এই সুখনীড় থেকে
আবার ভরেছে জননীর কোল
নদীরা নেমেছে তুষারের শৃঙ্গ থেকে
মাটিকে ভরিয়ে দিতে পত্রে, পুষ্পে, শস্যে
প্রতিদিন নবজন্মের শঙ্খধ্ধনি জানিয়ে দিচ্ছে
কোন শেষ নেই, প্রতিমুহূ্র্তে উন্মেষ
জীবন অক্ষয়, জননীর রক্ষাকবচে আছে
জীবনের জয়।
অনেক বেদনা সয়ে
অনেকটা ভার বয়ে
আজ পৃথিবী সর্বংসহা।
যে তরু ছায়া দেয়, ফল দেয় ফুল দেয়,
সেও টানে মাটি থেকে তার জীবনের নির্যাস।
উল্কাপাতের ঝড়ে কত প্রাণী
বিদায় নিয়েছে এই সুখনীড় থেকে
আবার ভরেছে জননীর কোল
নদীরা নেমেছে তুষারের শৃঙ্গ থেকে
মাটিকে ভরিয়ে দিতে পত্রে, পুষ্পে, শস্যে
প্রতিদিন নবজন্মের শঙ্খধ্ধনি জানিয়ে দিচ্ছে
কোন শেষ নেই, প্রতিমুহূ্র্তে উন্মেষ
জীবন অক্ষয়, জননীর রক্ষাকবচে আছে
জীবনের জয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
গোপেশ দে ০৯/০৬/২০১৬অসাধারণ
-
আজকের চাকরির বাজার বিডি.কম ২১/০৫/২০১৬''অনেক ------------------
--------------বেদনা সয়ে
------------- ভার -------
আজ পৃথিবী সর্বংসহা''।
সুন্দর একটি সুচনা। -
নীরব ঘোষ জয় ২১/০৫/২০১৬ভালো হয়েছে।
-
আনিসা নাসরীন ১২/০৫/২০১৬খুব সুন্দর
-
দেবজ্যোতিকাজল ০৫/০৫/২০১৬এত সহজ এত সহজ ...ভাল ্
-
পরশ ০৩/০৫/২০১৬ভাল হয়েছে
-
শাহারিয়ার ইমন ০৩/০৫/২০১৬সুন্দর কবিতা
-
দেবব্রত সান্যাল ০২/০৫/২০১৬তারুণ্যে স্বাগত। আরও ভালো লিখবেন আশা করছি