www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সদ্যোস্নাত

ঝরনার নীচে খেলছিল রামধনু সাত রঙ
তনু ওড়নার আচ্ছাদনে লুকনো ময়ূরকন্ঠী পাখা-----
কেউ  কি সেদিন এসেছিল  ?
প্রেমস্নাত ?

কারো চোখ তবু দেখেনি,
শোনেনি পায়ের শব্দ কেউ...।
একটি ময়ুর-পাখা সব উত্তর লিখে নিয়ে
পড়ে ছিল ঝরনার সানুদেশে।

সে চলে যাবার পরে
আমি সেদিন সব প্রশ্নের উত্তর পেয়ে
একা ফিরেছি  সদ্যোস্নাত----
আর কোনোদিন সেই  ঝরনাতলে
যাইনি তার খোঁজে.....

জানিনা কোনও  ময়ূরকন্ঠী পাখা
আজও পড়ে আছে কি না
সেই ঝরনার সানুদেশে.....

জানিনা, আজও কেউ আসে কি না
একা,  সদ্যোস্নাত----
রামধনু রঙে সেজে ...।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৭৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৫/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • গোপেশ দে ০৮/০৬/২০১৬
    খুব ভাল
  • কবিতার জাগ্রত চৌরঙ্গী! অসাধারণ।
  • হাসান কাবীর ১০/০৫/২০১৬
    খুব ভালো লেগেছে।
  • দ্বীপ সরকার ০৬/০৫/২০১৬
    অসাধারন।
  • পরশ ০৫/০৫/২০১৬
    আবেগে চোখের কোনায় পানি এসে গেল।
  • মোবারক হোসেন ০৫/০৫/২০১৬
    ভাল
  • ভালো লাগলো। শুভেচ্ছা...
  • ভালো লাগলো। ভালো কবিতা। তারুণ্যে স্বাগত আবার।
 
Quantcast