www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছবি

আমি ছবির ভিতর থেকে
স্পষ্ট দেখতে পাই সব

হে ভগবান,
দয়া করো
একটা রাত
ছবির ভিতর থেকে
নেমে এসে
সারারাত গল্প করে কাটাই
ওর সাথে------


আমি জানি
রোজ রাতে ও কার স্বপ্ন দেখে

জানো, ভগবান...ওর সাধের বেনারসিখানা
আজও আলমারিতে তোলা-----
আমার দেওয়া সেই লাল কুঙ্কুম-টিপ...
আয়নার পাশে সাজানো ----

আর তো পরতে পাবেনা কোনোদিন-----

তবু
একটি বার দয়া করো
যেন ছবি থেকে নেমে
আগের মতো ওর চুলের গুচ্ছ
আবার গুছিয়ে দিই-----

একটা রাত ,
সারারাত
ওর পাশে
আগের মতন থাকি...
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৫/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • গোপেশ দে ০১/০৬/২০১৬
    খুব ভাল
  • এম.এম. হাওলাদার ২৪/০৫/২০১৬
    পড়ে খুব ভালো লেগেছে।
  • বেশ
  • ''আমি জানি
    রোজ রাতে ও কার স্বপ্ন দেখে''
    বা
    ''হে ভগবান
    দয়া কর''

    অপূর্ব=============
  • ভাল
  • অপূর্ব কাব্য ভাবনা। প্রাণ ভরে লিখুন, আমরা পড়ব।
  • পরশ ০৯/০৫/২০১৬
    ভাল লেগেছে
 
Quantcast