শ্রীরূপা লাহিড়ি
শ্রীরূপা লাহিড়ি-এর ব্লগ
-
আমি এবার জল এঁকেছি প্রেমে
ভালবাসার অথই জলে নেমে
চোখের পানি মাপতে গিয়ে
ভুলে ছিলাম, প্রেম কি মাপা যায়? [বিস্তারিত] -
চেয়ে দেখো গোধূলির শেষ রঙ আকাশে
ওই আলোতে উদ্ভাসিত প্রেম
তোমাদের জীবনে আনুক সংরাগ -----
বিচ্ছেদের প্রবল বেদনা যাক দূরে ---- [বিস্তারিত] -
কাল আমরা একটা অন্য বাড়িতে চলে যাবো।
এবাড়ির আরশোলা-টিকটিকি-ইঁদুর-ছারপোকা,
এমনকি
জানলায়-বসা কাক-চড়ুই-শালিকগুলোকে ছেড়ে। [বিস্তারিত] -
একসমুদ্র ভয়ের আঁচল বুকে
দুকূল জুড়ে নদী উথাল-পাথাল ---
নৌকো বাওয়া হলো না আর জলে ,
পাড় ভাঙছে ,----মাঝি সামাল-সামাল !!! [বিস্তারিত] -
আমি ছবির ভিতর থেকে
স্পষ্ট দেখতে পাই সব
হে ভগবান,
দয়া করো [বিস্তারিত] -
তুমি অনেক দূরের জানলা থেকে
আমাকে দাও বিদায়ের হাতছানি -----
আলোটুকুও জ্বলল না আর রাতে -----
দিনের আলো, [বিস্তারিত] -
ঝরনার নীচে খেলছিল রামধনু সাত রঙ
তনু ওড়নার আচ্ছাদনে লুকনো ময়ূরকন্ঠী পাখা-----
কেউ কি সেদিন এসেছিল ?
প্রেমস্নাত ? [বিস্তারিত] -
অনেক কান্না কেঁদে
অনেক বেদনা সয়ে
অনেকটা ভার বয়ে
আজ পৃথিবী সর্বংসহা। [বিস্তারিত]