মনুষ্যত্ব
হেরেছে শিক্ষা, হারিয়ে গেছে মনুষ্যত্ব,
সত্যকে চাপার মিথ্যা নানান তত্ত্ব।
শত প্রাণ বলি হয় নাশকতার টানে,
ভালোবাসার উপহার আজ তাই ডাস্টবিনে।
নির্লজ্জ আমরা সব, বুদ্ধির হয়েছে হ্রাস,
শিক্ষিত সন্তানরা মা-বাবার গলায় দিচ্ছে ফাঁস।
ঘর গোছাতে ব্যস্ত সব, স্ট্যাটাসে রকমারি রান্না,
পেটের জ্বালায় মরছে মানুষ, বাড়ছে দারিদ্রতার কান্না।
বিশ্বাসে অবিশ্বাসের খেলায় হেরেছে কত প্রাণ,
ধুলোয় মিশেছে মনুষ্যত্ব, লোপ পেয়েছে সম্মান।
বাদ পড়েনি পশু-পাখি, শোনেনি তাদের কষ্ট,
শিক্ষিত সমাজে আজ শিক্ষার নষ্ট।
মেতেছে মানুষ উল্লাসে, ভুলেছে নিজের পরিচয়,
আসবেনা কি ফিরে শান্তি? হবে না মনুষ্যত্বের জয়?
সত্যকে চাপার মিথ্যা নানান তত্ত্ব।
শত প্রাণ বলি হয় নাশকতার টানে,
ভালোবাসার উপহার আজ তাই ডাস্টবিনে।
নির্লজ্জ আমরা সব, বুদ্ধির হয়েছে হ্রাস,
শিক্ষিত সন্তানরা মা-বাবার গলায় দিচ্ছে ফাঁস।
ঘর গোছাতে ব্যস্ত সব, স্ট্যাটাসে রকমারি রান্না,
পেটের জ্বালায় মরছে মানুষ, বাড়ছে দারিদ্রতার কান্না।
বিশ্বাসে অবিশ্বাসের খেলায় হেরেছে কত প্রাণ,
ধুলোয় মিশেছে মনুষ্যত্ব, লোপ পেয়েছে সম্মান।
বাদ পড়েনি পশু-পাখি, শোনেনি তাদের কষ্ট,
শিক্ষিত সমাজে আজ শিক্ষার নষ্ট।
মেতেছে মানুষ উল্লাসে, ভুলেছে নিজের পরিচয়,
আসবেনা কি ফিরে শান্তি? হবে না মনুষ্যত্বের জয়?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ৩১/১০/২০২০মানুষের মঙ্গল হোক।
-
মোঃ জাহাঙ্গীর হোসাইন ৩১/১০/২০২০খুব সুন্দর হয়েছে।
-
মোঃ জাহাঙ্গীর হোসাইন ৩১/১০/২০২০খুব সুন্দর হয়েছে।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ৩১/১০/২০২০অসাধারণ
-
আব্দুর রহমান আনসারী ৩১/১০/২০২০যথাযথ ও চমৎকার
-
ফয়জুল মহী ৩১/১০/২০২০চমৎকার কথামালায় দারুণ শব্দচয়ন