তোমায় পেয়ে
অনেকদিনের অপেক্ষার পর তোমার আগমন,
একাকিত্বের চার দেওয়াল আজ ভালোবাসায় পূর্ণ।
একদা বসন্ত কাটাতে কাটাতে,
নিজেকে বোঝার ক্ষমতা হারাই।
তুমি কি জানো তোমায় পেয়ে,
নিজেকে হারানোর ভয় বেড়েছে।
বেড়েছে মনোবল, পেয়েছি আনন্দের আশ্বাস।
বিশ্বাস জন্ম দিয়েছে, তৈরী হয়েছে দায়িত্ববোধ।
পছন্দের নীল রং পেয়েছি আমি,
গভীরের পাগলামি প্রকট হয়েছে।
উটকো চিন্তাভাবনা মুছে,
কবিতা লেখার কলম ধরেছি।
তোমায় পেয়ে ভালোবাসতে শেখার,
ভালোবাসার অনুভূতি ফুটেছে।
পুরানো স্মৃতি পুরানো যন্ত্রনা মুছে,
আজ আমি বাস্ববতার ছোঁয়ায় মুগ্ধ।
মূলত তোমার হাসি আর তোমার চোখের কথায়,
সবকিছু আবার নতুন করে সেজেছে।
একাকিত্বের চার দেওয়াল আজ ভালোবাসায় পূর্ণ।
একদা বসন্ত কাটাতে কাটাতে,
নিজেকে বোঝার ক্ষমতা হারাই।
তুমি কি জানো তোমায় পেয়ে,
নিজেকে হারানোর ভয় বেড়েছে।
বেড়েছে মনোবল, পেয়েছি আনন্দের আশ্বাস।
বিশ্বাস জন্ম দিয়েছে, তৈরী হয়েছে দায়িত্ববোধ।
পছন্দের নীল রং পেয়েছি আমি,
গভীরের পাগলামি প্রকট হয়েছে।
উটকো চিন্তাভাবনা মুছে,
কবিতা লেখার কলম ধরেছি।
তোমায় পেয়ে ভালোবাসতে শেখার,
ভালোবাসার অনুভূতি ফুটেছে।
পুরানো স্মৃতি পুরানো যন্ত্রনা মুছে,
আজ আমি বাস্ববতার ছোঁয়ায় মুগ্ধ।
মূলত তোমার হাসি আর তোমার চোখের কথায়,
সবকিছু আবার নতুন করে সেজেছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৩/০৬/২০২০অসাধারণ
-
গোলাম কিবরিয়া সৌখিন ২৩/০৬/২০২০দারুণ
-
সাইয়িদ রফিকুল হক ২২/০৬/২০২০ভাল।
-
ফয়জুল মহী ২২/০৬/২০২০অপূর্ব শব্দ বুনন ।